/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Rohit-Sharma-Rahul-Dravid-Jay-Shah.jpg)
Rohit Sharma-Rahul Dravid-Jay Shah: রাহুল দ্রাবিড়ের অর্থত্যাগের ঘোষণা ক্রিকেট দুনিয়ায় নজির গড়েছে। (ছবি-টুইটার)
Rohit Sharma unhappy over BCCI's prize money distribution: ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় টি২০ বিশ্বকাপ জয়ের পর, তাঁর সাপোর্ট স্টাফদের থেকে বেশি অর্থ নিতে অস্বীকার করেছেন। যা আপামর ক্রিকেটপ্রেমীর মন ছুঁয়ে গিয়েছে। এবার এক প্রতিবেদনে জানা গেল যে একই কাজ করেছিলেন রোহিত শর্মাও। ভারতীয় টি২০ বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়কও নাকি বিশ্বকাপের পরে সমস্ত সাপোর্ট স্টাফদের সমান অর্থ পাওয়া নিশ্চিত করতে নিজের পুরস্কারের অর্থ ত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন।
টি২০ বিশ্বকাপে ভারতীয় দল জেতার পর বিসিসিআই ভারতীয় দলকে মোট ১২৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। তার মধ্যে থেকেই দ্রাবিড়ের 5 কোটি টাকা পাওয়ার কথা ছিল। সেখানে টিম ইন্ডিয়ায় দ্রাবিড়ের সাপোর্ট স্টাফ, অর্থাৎ বোলিং কোচ পারস মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে ২.৫ কোটি টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। যা জানতে পেরে, দ্রাবিড় পুরস্কার অর্থবাবদ ৫ কোটি টাকা নিতে অস্বীকার করেন।
স্বভাবতই দ্রাবিড়ের এই ত্যাগকে গোটা ক্রিকেটদুনিয়া কুর্নিশ করেছে। এরপরই এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করে যে একই কাজ রোহিতও করেছিলেন। টি২০ বিশ্বকাপজয়ী টিমের সবাইকে যাতে সমান পরিমাণ অর্থ দেওয়া হয়, তা নিশ্চিত করতে রোহিত তাঁর ভাগে অতিরিক্ত অর্থ নিতে অস্বীকার করেছেন। আর, তারপরই নাকি দ্রাবিড়ের ঘটনাটি সামনে আসে।
আরও পড়ুন- দাদা ইউসুফকে মাঠেই তেড়ে হুমকি ইরফানের! পাঠান ভাইদের সংঘর্ষে উত্তাল বাইশ গজ, দেখুন ভিডিও
বার্বাডোস থেকে ভারতে ফেরার চার্টার্ড ফ্লাইটেই ইন্ডিয়া টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানান যে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা পুরস্কার অর্থের বৈষম্য নিয়ে রীতিমতো অসন্তুষ্ট। প্রত্যেকে যাতে সমানমাত্রায় ভালো বেতন পান, তা নিশ্চিত করার জন্য তিনি নিজের ভাগের অর্থ ছেড়ে দিতে ইচ্ছাপ্রকাশ করেন। এরপরই নাকি বিসিসিআই পাওয়ার অ্যান্ড কন্ডিশনিং কোচ, ফিজিও, বিশ্লেষক এবং অন্যান্য সহায়তা কর্মীদেরও প্রত্যেককে ২ কোটি টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
🚨🚨Jay Shah be like—
“Hatiye Anushka Bhabhi"🤩
pic.twitter.com/xxTMmWfRpq— VIRENDRA KASHINWAL (@VKashinwal) July 5, 2024
ভারতের হয়ে টি২০ বিশ্বকাপে রোহিত শর্মা তাঁর শেষ টি২০ ম্যাচ খেলে ফেলেছেন। বিশ্বকাপ জয়ের পরই তিনি এবং বিরাট কোহলি অবসরের ঘোষণা করে দিয়েছেন। এবারের টি২০ বিশ্বকাপে ভারত রোহিত শর্মার নেতৃত্বে একটি ম্যাচও না হেরে ট্রফি জিতেছে। টি২০-র একনম্বর দল হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।