মাঠে নেই, মাঠের বাইরে শ্যালকের বিয়েতে উদ্দাম নাচ রোহিতের, মঞ্চ মাতিয়ে দিলেন একাই, দেখুন ভিডিও

রোহিত শর্মার নাচ দেখলে অবাক হবেন

মাঠে নেই, মাঠের বাইরে শ্যালকের বিয়েতে উদ্দাম নাচ রোহিতের, মঞ্চ মাতিয়ে দিলেন একাই, দেখুন ভিডিও

শুক্রবার মুম্বইয়ে প্ৰথম ওয়ানডেতে খেলছেন না রোহিত শর্মা। পরিবারিক কারণে। তিনিই ওয়াংখেড়েতে একদিনের ম্যাচ চলাকালীন ভাইরাল। নিজের শ্যালকের বিয়ে ছিল। সেই বিয়েতেই উদ্দাম নাচলেন হিটম্যান। সেই ভিডিও রীতিমত ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে রোহিত শর্মা স্ত্রী রীতিকা সাজদের সঙ্গে নাচছেন। বৃহস্পতিবার রাতে শ্যালক কুনাল সাজদের বিয়ে ছিল। টুইটার ব্যবহারকারী মুফাদদল ভোহরা নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, “শ্যালকের বিয়েতে রোহিত শর্মার নাচ।” সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল।

একজন নেটিজেন কমেন্ট করেন, “হিটম্যান নিজের সেরা মুভ প্রদর্শন করছেন।” একজন রোহিতের নৃত্যশৈলীর প্রশংসা করতে গিয়ে বলেন, “এখানেও তার ফুটওয়ার্ক ভরসা জাগানোর মত দুর্ধর্ষ। পায়ের নড়াচড়াও লক্ষ্য করার মত। হাত শরীরের কাছাকাছি ছিল, যা বেশ ভালো ইঙ্গিত। তার মাথা লক্ষ্য করুন, একদম নটনড়নচরণহীন। সঙ্গীত ড্যান্সিংয়ে মাস্টারক্লাস রোহিতের।”

২০১৫-র ১৩ ডিসেম্বর রোহিত এবং রীতিকার বিয়ে হয়। দুজনের এক কন্যাসন্তানও রয়েছে। ভারত বনাম অস্ট্রেলিয়ার প্ৰথম ওয়ানডে সিরিজ শুরু হয়েছে শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। হার্দিক পান্ডিয়া এই প্ৰথমবার রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন। অস্ট্রেলীয়রা খেলছেন স্টিভ স্মিথের নেতৃত্বে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স মাতৃবিয়োগের কারণে সফরের মাঝপথে দেশে ফিরে গিয়েছেন।

২০২০-এর পর এই প্ৰথম দুই দল ওয়ানডে সিরিজে খেলতে নামছে। শেষবার দুই দলের মুখোমুখি ওয়ানডে সিরিজে অজিরা ২-১ ফলাফলে জিতেছিল। রোহিত সিরিজের বাকি দুই ম্যাচে নেতৃত্ব দেবেন।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Rohit sharma wedding dance viral during india vs australia 1st odi in mumbai

Next Story
৫৯ রানে অস্ট্রেলিয়া হারাল ৮ উইকেট! শামি-সিরাজের পেসে মুম্বইয়ে ধ্বংস ক্যাঙারুরা
Exit mobile version