Rohit Sharma wife: পিছু নিতে নিতে সোজা বাড়ির ভিতরে! চটে লাল রোহিত শর্মার স্ত্রী, রেগেমেগে কী করলেন জানেন?

Rohit Sharma wife Ritika Sajdeh: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রোহিতের স্ত্রী রিতিকা একজন ফটোগ্রাফারের উপর মারাত্মক চটলেন।

Rohit Sharma wife Ritika Sajdeh: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রোহিতের স্ত্রী রিতিকা একজন ফটোগ্রাফারের উপর মারাত্মক চটলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ritika Sajdeh: ফটোগ্রাফারের উপর মারাত্মক চটলেন রোহিত শর্মার স্ত্রী

Ritika Sajdeh: ফটোগ্রাফারের উপর মারাত্মক চটলেন রোহিত শর্মার স্ত্রী

Rohit Sharma wife Ritika Sajdeh angry at photographer: ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ইংল্যান্ড সফরে যাওয়ার আগেই তিনি এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। গত বছর T20 বিশ্বকাপ জয়ের পর তিনি দ্রুততম ক্রিকেট ফর্ম্যাট থেকেও অবসর নিয়েছিলেন। এখন রোহিত শুধুমাত্র ওয়ানডে ফর্ম্যাটেই ভারতের হয়ে খেলবেন। এই তারকা ক্রিকেটার যেখানেই যান, সেখানেই ভক্তদের ভিড় লেগে যায়। সেই কারণেই সম্প্রতি তাঁর স্ত্রী রিতিকা সাজদেহকে (Ritika Sajdeh) রীতিমতো ক্ষুব্ধ হতে দেখা গেছে। এক ব্যক্তি তাঁকে ফলো করতে করতে বাড়ির ভিতর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন।

Advertisment

একেই বলে খ্যাতির বিড়ম্বনা 

ভারতের মতো দেশে সেলিব্রিটি হওয়া অনেক সময় শুধুমাত্র নিজের নয়, পরিবারের সদস্যদের জন্যও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। রোহিত শর্মার জনপ্রিয়তা কারও অজানা নয়। যেখানে তিনি যান, ভক্তরা ছবি তুলতে ভিড় জমায়। এমনকি স্থানীয় ফটোগ্রাফাররাও তাঁর পরিবারের সদস্যদের পিছু নেন, যা অনেক সময় অসহনীয় হয়ে ওঠে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে রোহিতের স্ত্রী রিতিকা একজন ফটোগ্রাফারের উপর মারাত্মক চটলেন।

Advertisment

আরও পড়ুন প্রথম টেস্টের আগে কোহলির লন্ডনের বাড়িতে গোপন বৈঠক, কাকে নিয়ে গেলেন শুভমান, বন্ধ ঘরে কী কথা হল?

ফটোগ্রাফার পৌঁছে গেলেন বাড়ির ভিতর! 

ঘটনাটি এমন যে, একজন ফটোগ্রাফার রিতিকার ছবি তুলতে তুলতে তাঁর বাড়ির গেট পর্যন্ত পৌঁছে যান। তিনি যখন বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করছিলেন, তখনও ওই ব্যক্তি ছবি তুলতে থাকেন। এই ঘটনায় রিতিকা বিরক্ত হয়ে পড়েন এবং রীতিমতো ঘুরে দাঁড়িয়ে বলেন, “আপনি কী করছেন? এটা কী হচ্ছে? কেন এত ছবি তুলছেন? আপনি এত ভিতর পর্যন্ত চলে আসছেন কেন?” এরপর তিনি কড়াভাবে প্রশ্ন করেন এবং তবেই ফটোগ্রাফার পিছু হটে।

বলিউডের কারণে তৈরি হয়েছে এই কালচার 

বলিউডের দৌলতেই ‘প্যাপারাজ্জি কালচার’ ভারতেও ছড়িয়েছে। বিনোদন তারকাদের বাড়ির সামনে, এয়ারপোর্টে, শ্যুটিং সেটে, জিমে, হোটেলে বা এমনকি আত্মীয়ের বাড়ির সামনেও এই ফ্রিল্যান্স ফটোগ্রাফারদের দেখা যায়। অনেক বিশেষজ্ঞের মতে, কিছু সেলিব্রিটির ম্যানেজার নিজেরাই এই প্যাপারাজ্জিদের তাঁদের লোকেশনের খবর দিয়ে দেন। ছবি তোলা ছাড়াও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তারকাদের প্রচার করা হয়।

Rohit Sharma Viral Video Ritika Sajdeh