Advertisment

Rohit Sharma: শুভমানের নাম ধরে চিৎকার! মহিলা ভক্তের ওপর পাল্টা চিৎকার রোহিতের, বেনজির কাণ্ড

BGT series: মেলবোর্ন টেস্টের আগে বিতর্কে জড়ালেন রোহিত শর্মা। শুভমান গিলের জন্য পাগল হয়ে ওঠা এক মহিলা দর্শককে নেট অনুশীলনের সময় যাচ্ছেতাই বললেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma, Shubman Gill Fan,  রোহিত শর্মা, শুভমান গিলের ফ্যান

Rohit Sharma-Shubman Gill Fan: রোহিত শর্মা ও শুভমান গিলের অনুরাগী। (ছবি- টুইটার)

Team India captain Rohit Sharma: এমসিজিতে ভারতীয় দলের নেট অনুশীলনের জন্য 'শুভমান গিল'-এর নামে লাগাতার চিৎকার করে চলা এক মহিলা ভক্তের ওপর পালটা চিৎকার করে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতীয় দলের অনুশীলনের সময় ঘটনাটি ঘটেছে। ভারতীয় খেলোয়াড়রা অবশ্য তার আগে স্টেডিয়ামের আউটডোর নেটে নতুন পিচে বুধবার প্রথম অনুশীলন সেরেছেন।   

Advertisment

ট্রেনিং সেশনের পরে, রোহিত ভারতীয় তারকাদের নেট ঘেরা দর্শকাসনের দিকে নিয়ে যান। সেই সময়ই দর্শকাসন থেকে এক তরুণী শুভমান গিলের নাম ধরে চিৎকার শুরু করেন। রোহিত শর্মা হাত নেড়ে জানিয়ে দেন যে গিল ইতিমধ্যেই তাঁর ট্রেনিং সেশন শেষ করে চলে গেছেন। কিন্তু, ওই মহিলা ভক্ত এতে দমে না গিয়ে রোহিতকে বলেন শুভমান গিলকে ফোন করার জন্য। যাতে তিনি রোহিতের ফোনের মাধ্যমে গিলের সঙ্গে কথা বলতে পারেন। জবাবে রোহিত রীতিমতো ঝাঁঝিয়ে বলেন, 'কোথা থেকে ডাকব?'

ওই তরুণী পরে সংবাদমাধ্যমকে জানান যে, তিনি শুভমান গিলের একজন বড় ভক্ত। তিনি ট্রেনিং দেখতে আসায় দেরি করে ফেলেছেন। তাঁর পায়ে চোটে লেগেছে। সেই কারণে তাতে ব্যান্ডেজ করতে হয়েছে। তাই তাঁর আসতে দেরি হয়েছে। গিল ফর্মে ফিরুক, এটাই তিনি চান। এরমধ্যেই রোহিত ভারতীয় দলের তারকাদের নিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। 

আর ওই তরুণী বলতে থাকেন, 'আমার পা কেটে গেছে। আমি ব্যান্ডেজ বেঁধে এলাম। গতকাল আমি শুভমানকে দেখেছি। অল্পসময়ই দেখার সুযোগ পেয়েছি। কোনও কথা বলার সুযোগ পাইনি।' এসব বলার ফাঁকে ওই তরুণী কাঁদতে শুরু করেন। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, 'ব্যান্ডেজ বাঁধতে গিয়েই আমার আজ দেরি হয়ে গিয়েছে। তাই গিলের সঙ্গে দেখা করতে পারলাম না। আশাকরি, ও ফের এখানে আসবে।'

Advertisment

শুভমান গিল চলতি সিরিজে পার্থ টেস্টে ছিলেন না। তারপর থেকে দুটো টেস্টে তাঁর তেমন রান নেই। মাত্র ২০ গড়ে ৬০ রান করেছেন। তিনি নামছেন তিন নম্বর পজিশনে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ওই জায়গায় নামলে ভালো রান করার দরকার হয়। টিম ইন্ডিয়া এখন গিলের থেকে সেই ভালো রানই চাইছে। 

শুভমান গিল চলতি সিরিজে পার্থ টেস্টে ছিলেন না। তারপর থেকে দুটো টেস্টে তাঁর তেমন রান নেই। মাত্র ২০ গড়ে ৬০ রান করেছেন। তিনি নামছেন তিন নম্বর পজিশনে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ওই জায়গায় নামলে ভালো রান করার দরকার হয়। টিম ইন্ডিয়া এখন গিলের থেকে সেই ভালো রানই চাইছে। গিলকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা ধরা হয়। সেই জন্য তাঁর ভালো রান পাওয়া জরুরি। হোম টেস্টে তিনি বেশ ভালোই খেলেছেন। তবে বিদেশের মাটিতে ২০২০-২১ সালে বর্ডার-গাভাসকার ট্রফিতে গাব্বায় ৯১ রান করার পর থেকে তিনি আর বড় রান করতে পারেননি। 

ফুটওয়ার্কের অভাব এবং আক্রমণাত্মক মোডে খেলার প্রবণতা প্রায়ই গিলের জন্য সমস্যা সৃষ্টি করছে বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন। তিনি এখন পর্যন্ত ৩১টি টেস্ট খেলেছেন এবং ৩৫.৭৬ গড়ে ১৮৬০ রান করেছেন। কেরিয়ারে এখনও পর্যন্ত এই ডানহাতি ৫টি শতরান এবং ৭টি অর্ধশতক হাঁকিয়েছেন।

আরও পড়ুন- ক্রিকেটার হলে খেলরত্ন পেত! বড় বিতর্কে মুখ খুললেন অলিম্পিকজয়ী মানুর বাবা

শুধু শুভমানই নন, ভারত অধিনায়ক রোহিত শর্মাও ফর্মে নেই। এখনও পর্যন্ত দুই টেস্টে ৬.৩৩ গড়ে ১৯ রান করেছেন রোহিত। পার্থে প্রথম টেস্ট তিনি খেলেননি। এডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি ভারতীয় দলে ঢুকেছেন। টপ অর্ডারে কেএল রাহুল ভালো খেলায় রোহিত নিজের জায়গা বদলে এখন ৬ নম্বরে নামছেন। কিন্তু, ৬ নম্বরে নেমেও রোহিত এখনও পর্যন্ত সাফল্য পাননি। অস্ট্রেলিয়াকে বাকি দুই টেস্টে চাপে রাখতে ভারতের এই দুই প্রধান ব্যাটারের ব্যাট থেকে এখন বড় রান দরকার।

MCG Test cricket Cricket News Shubman Gill Border-Gavaskar Trophy Melbourne Cricket Ground Rohit Sharma
Advertisment