পুরো ওভার খেলা হল না। নির্বিঘ্নে প্রায় দুটো সেশন খেলা হলেও বৃষ্টিতে হঠাৎ পণ্ড ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ভাইজ্য়াগ টেস্টের প্রথম দিন। বৃষ্টির ভ্রুকুটি ছিলই। এর মধ্যেই খেলা চলছিল নিয়ম মেনে। তবে মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই বিপত্তি। ৫৯.১ ওভার খেলার পরেই স্থগিত হয়ে গেল খেলা।
Rain plays spoilsport on Day 1 of the 1st Test after #TeamIndia openers put us in a commanding position with 202/0 on board.#FreedomSeries #INDvSA pic.twitter.com/STL6NBrPJl
— BCCI (@BCCI) October 2, 2019
এর মধ্যে অবশ্য ভারতকে চালকের আসনে পৌঁছে দিয়েছেন রোহিত শর্মা। এবং তাঁর সঙ্গে মায়াঙ্ক আগারওয়ালের যুগলবন্দি। রোহিত শর্মা নিজে টেস্টের প্রথম একাদশ প্রত্যাবর্তন উদযাপন করে রাখলেন দুরন্ত শতরান করে। পাশাপাশি মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে তাঁর ওপেনিং জুটি এখনও অবিচ্ছিন্ন। ভাঙন ধরাতে পারেননি কোনও প্রোটিয়াজ বোলার। বৃষ্টিতে খেলা ভণ্ড হওয়া পর্যন্ত ওপেনিং জুড়িতে ভারত কোনও উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে তুলে ফেলেছে ২০২ রান।
???????? pic.twitter.com/GTKZdUXa3w
— BCCI (@BCCI) October 2, 2019
????????@ImRo45 #INDvSA pic.twitter.com/BsqCeWdTQm
— BCCI (@BCCI) October 2, 2019
আরও পড়ুন শুরুতেই রোহিতের শতরান, বড় রানের পথে ভারত
প্রোটিয়াজদের বোলিং বিভাগকে বলা হচ্ছিল, ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে প্রস্তুত। তবে বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিনের পরে কিন্তু ভার্নন ফিলান্ডার, রাবাদারা বেশ হতাশ করলেন। ফিলান্ডার-রাবাদা-কেশব মহারাজদের বোলিং আক্রমণের বিরুদ্ধেই নিশ্চিন্তে খেলে গেলেন রোহিত। ছক্কা, চারের ঝুলঝুরি ছোটালেন বাইশ গজে। খেলা শেষ পর্যন্ত রোহিত ১৭৪ বলে ১১৫ রান করে অপরাজিত রয়েছেন। মায়াঙ্ক আগারওয়ালও শতরানের সামনে। ১৮৩ বলে ৮৪ রানে নট আউট তিনি। টেস্টে এটি রোহিতের চতুর্থ সেঞ্চুরি। তবে ওপেনার হিসেবে রোহিত প্রথমবার পাঁচ দিনের ক্রিকেটে শতরান করলেন বুধবার।
শুরুতে প্রোটিয়াজদের পেসারদের বিরুদ্ধে রক্ষণাত্মক নীতি নিয়েছিলেন রোহিত। তবে ক্রিজে টিকে যেতেই রোহিত স্বমূর্তিতে। নিজের ইনিংসে এখনও পর্যন্ত একডজন বাউন্ডারি এবং ৫টা বিশাল ছক্কা হাকিয়েছেন। ২০১৮-তে অস্ট্রেলিয়ার ভারত সফরে এই বিশাপত্তনমেই শেষবার টেস্ট খেলেছিলেন রোহিত। টেস্টের প্রথম একাদশে প্রত্যাবর্তনও হয়ে থাকল বিশাখাপত্তনম। ম্যাচেই আগেই ওপেনার রোহিতে নিজের আস্থার কথা সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন বিরাট কোহলি। অধিনায়কের আস্থার মর্যাদা দিয়েই যেন এদিনের শতরান।
প্রসঙ্গত, রোহিত শর্মা দেশের জার্সিতে ২৮টি টেস্ট খেলেছেন। ৩৯.৬২ গড়ে তার মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি ১০টি হাফ সেঞ্চুরি হাকিয়েছেন তিনি।