Advertisment

Rohit Sharma on India's t20 World Cup triumph: ভারতের বিশ্বকাপ জয়ে অবদান রয়েছে জয় শাহেরও! বড় মন্তব্যে মুখ খুললেন ক্যাপ্টেন রোহিত

Rohit Sharma thanks three pillars Rahul Dravid, Ajit Agarkar, Jay Shah: দীর্ঘ একদশক পর আইসিসি ট্রফি খরা কেটেছে ভারতের। আর রোহিত বলে দিচ্ছেন ভারতের বিশ্বজয়ের অনুভূতি ভাষায় কোনওভাবেই প্রকাশ করা সম্ভব নয়। কোনওভাবেই শব্দে তা প্রকাশ করা মুশকিল। সিয়াট-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন বিশ্বজয়ী অধিনায়ক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jay Shah to replace Greg Barclay as ICC chairman

Jay Shah to replace Greg Barclay as ICC chairman: গ্রেগ বার্কলের পর আইসিসির চেয়ারম্যান হতে চলেছেন জয় শাহ (টুইটার)

Rohit Sharma at CEAT Cricket Awards: টি২০ বিশ্বকাপ জয়ের জন্য রোহিত শর্মা সরাসরি কৃতিত্ব দিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার এবং বোর্ড সভাপতি জয় শাহকে। রোহিত শর্মা জানিয়ে দেন, এই ত্রয়ী ফলাফলের কথা না ভেবে স্রেফ ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনার ওপর জোর দিয়েছিলেন।

Advertisment

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল টি২০ বিশ্বকাপে।চ্যাম্পিয়ন হয় ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে। এই নিয়ে দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জিতল ভারতীয় দল। বিশ্বকাপ জয়ের মঞ্চেই টি২০ ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নেন হিটম্যান।

"পরিসংখ্যান, ফলাফল এসব নিয়ে বেশি ভাবনা চিন্তা না করে এই দলকে রূপান্তর করা আমার স্বপ্ন ছিল। দলে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম যেখানে সকলে অবাধে খুব বেশি ভাবনা চিন্তা না করে নিজেদের প্রকাশ করতে পারে।"

সিয়াট ক্রিকেট রেটিংস এওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়েছেন রোহিত। সেই মঞ্চে দাঁড়িয়েই রোহিত আরও বললেন, "এটাই সেই সময় প্রয়োজন ছিল। আমি তিনজন স্তম্ভের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। যাঁরা হলেন রাহুল দ্রাবিড় মহাশয়, নির্বাচক চেয়ারম্যান অজিত আগারকার এবং জয় শাহ। যেটা আমাকে করতে হয়েছিল সেটা আমার কাছে রীতিমত চ্যালেঞ্জের ছিল। তাছাড়া ক্রিকেটারদের কথাও ভাবলে চলবে না যাঁরা বিভিন্ন সময়ে এসে দলকে অর্জনে সাহায্য করেছিল।"

রোহিত জানাচ্ছেন, দীর্ঘদিনের ট্রফি খরা কাটানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। "এটা এমন একটা অনুভূতি, যা সচরাচর প্রতিদিন ঘটে না। আমরা সকলে এটার প্রত্যাশায় ছিলাম। সেই মুহূর্তটা উপভোগ করা আমাদের কাছে দরকার ছিল। গোটা দেশকে ধন্যবাদ আমাদের সঙ্গেই এই জয় উদযাপন করার জন্য।"

"এটা আমাদের কাছে যতটা, ততটাই দেশবাসীর কাছে বড় বিষয় ছিল। এটা এখানে নিয়ে আসতে পেরে, সকলের সঙ্গে উদযাপন করতে পেরে অসাধারণ অনুভূতি হয়েছিল। এটা এমন একটা অনুভূতি যা অক্ষরে লেখা, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।"

"ড্রেসিংরুমে যে আমার সঙ্গে থাকে, আমাকে ব্যাটে স্টিকার লাগাতে, বল টেপ করতে সাহায্য করে, তাঁরা সকলেই জানানজ আমি যে ব্যাট নিই সেই ব্যাটেই মাঠে নেমে খেলি। ব্যাটের ব্যালান্স আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। অনেককেই দেখেছি যাঁরা ব্যাট নিয়ে মারাত্মক বাছবিচার করেন- ব্যাট কী কাঠের, কত ওজন, বাইরে থেকে কীরকম দেখতে! আমি অবশ্য সেরকম নই। আমি ব্যাট হাতে নিই। যদি মনে হয় এটা আমার উপযুক্ত, সেটা নিয়েই মাঠে নেমে পড়ি।"

মুম্বই ইন্ডিয়ান্স-এর জার্সিতে পাঁচটা আইপিএল ট্রফি জিতেছেন। তবে এখন ট্রফি ক্ষুধা একই রয়েছে আগের মতই। "এই খিদের জন্যই পাঁচটা আইপিএল জিতেছি। আমি এখনই থামছি না। কারণ একবার জয়ের রান, ট্রফির স্বাদ পেয়ে গেলে সেটা থামানো মুশকিল। দলগত হিসাবে নিজেকে আরও পুশ করব। ভবিষ্যতে নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাব।"

ওয়ানডে এবং টেস্ট নিয়ে রোহিতের বয়ান, "বড়সড় বেশ কয়েকটা সফর রয়েছে সামনে। যা আমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এটা কখনই থামবে না। একবার কোনও অর্জন সম্পন্ন হলে, আপনি আরও অর্জনের জন্য নিজেকে নিংড়ে দেবেন। এটাই করে চলব আমি। আমি নিশ্চিত আমার সতীর্থরাও এভাবে ভাবে। গত দু বছর ধরে যা দেখেছি, তাতে আমাদের জন্য বেশ সদর্থক বিষয়। দুরন্ত কিছু ক্রিকেট খেলেছি আমরা।"

Rahul Dravid Rohit Sharma Indian Cricket Team Indian Team Jay Shah Team India
Advertisment