কয়েকদিন আগেই রোহিতকে নিয়ে বড় আপডেট মিলেছিল একাধিক জাতীয় প্রচারমাধ্যমে। বলা হয়েছিল, টি২০ ওয়ার্ল্ড কাপে রোহিতকে ধরেই নাকি দল সাজাচ্ছে টিম ইন্ডিয়া। তিনিই ক্যাপ্টেন হবেন জুনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপে।
তবে বিরাট কোহলির ভাগ্য নাকি অনিশ্চিত। তাঁকে নাকি চাওয়া হচ্ছে না বোর্ডের তরফে। ঘটনা হল, জয় শাহ পুরো ঘটনাই অস্বীকার করলেন। টি২০ ওয়ার্ল্ড কাপে রোহিতের সম্ভাব্য নেতৃত্ব নিয়েও জল্পনা থামিয়ে দিলেন বোর্ড সচিব। জানালেন, এখন কোনও কিছুই চূড়ান্ত নয়।
ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামের সাইডলাইনে জয় শাহ জানিয়ে দিয়েছেন, “এই বিষয়ে এখন চূড়ান্ত করার কি রয়েছে? জুনে টি২০ ওয়ার্ল্ড কাপের আগে আফগানিস্তান সিরিজ রয়েছে, আইপিএল রয়েছে।”
আসন্ন টি২০ ওয়ার্ল্ড কাপে ভারতের স্কোয়াড কেমন হবে, তা ঠিক করার জন্য বোর্ডের শীর্ষকর্তা সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ আশিস সেলার এবং সহ সভাপতি রাজীব শুক্লার সঙ্গে আলোচনায় বসেন ক্যাপ্টেন রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় এবং প্রধান নির্বাচক অজিত আগারকার। এমনটাই জানানো হয়েছিল দৈনিক জাগরণ-এর প্রতিবেদনে।
সেই প্রতিবেদনে বলা হয়েছিল, কোহলিকে আপাতত টিম ম্যানেজমেন্ট আসন্ন ওয়ার্ল্ড কাপে কোনওভাবেই চাইছে না। দৈনিক জাগরণ-এর প্রতিবেদনে বলা হয়েছে, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা টি২০ ওয়ার্ল্ড কাপের একাদশে অটোমেটিক চয়েস। তবে কোহলি সম্ভবত জায়গা পাবেন না। এর মূল কারণ কোহলির স্ট্রাইক রেট।
রোহিত শর্মা বিশ্বকাপে প্রত্যেক ম্যাচেই নিয়ম করে ঝড় তুলেছেন। পাওয়ার প্লে-তে বিপক্ষ বোলারদের কাছে ভয় সঞ্চার করেছেন। ঝড় তোলা স্ট্রাইক রেটে রোহিত ৫৯৭ রান করেছেন। আর এই কারণেই বোর্ডের তরফে রোহিতকে নাকি চাওয়া হয়েছিল ওয়ার্ল্ড কাপের অধিনায়ক হিসেবে।
বিশ্বকাপের পরেই রোহিত বোর্ডের কাছে নাকি জানতে চেয়েছিলেন, তাঁকে টি২০ ওয়ার্ল্ড কাপের জন্য ভাবা হচ্ছে কিনা। বোর্ডের তরফে তাঁকে সাফ জানানো হয়, তাঁকে ধরেই ওয়ার্ল্ড কাপের প্ল্যান করা হচ্ছে। রোহিত দীর্ঘদিন আন্তর্জাতিক টি২০’তে খেলেননি। তিনি তিন ফরম্যাটের সরকারিভাবে অধিনায়ক হলেও তাঁর অনুপস্থিতিতে টি২০ দলের নেতৃত্ব-ভার সামলেছেন কখনও হার্দিক পান্ডিয়া, কখনও সূর্যকুমার যাদব।
এমনিতে রোহিত-কোহলি দুজনেই শেষবার আন্তর্জাতিক টি২০ খেলেছেন অস্ট্রেলিয়ায়। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের পর রোহিত-কোহলি দুই তারকাই আন্তর্জাতিক পর্যায়ে টি২০ খেলেননি। এমনকি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দুই তারকাকে টি২০ স্কোয়াডে রাখা হয়নি।
বিশ্বকাপে রোহিতের নেতৃত্ব দানের যে খবর আপাতত দেশীয় প্রচারমাধ্যমে কনফার্ম করে দেওয়া হয়েছিল, সেই খবর-ই নস্যাৎ করলেন জয় শাহ স্বয়ং। রোহিত যে নিঃসন্দেহে খারাপ খবর পেলেন, তা আর বলার অপেক্ষা রাখে না।