Advertisment

জীবনের লড়াইয়ে রোমান রেইন্স, আর নামবেন না রিংয়ে

রেইন্স ছেড়ে দিলেন তাঁর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ খেতাব। বিদায়ী ভাষণের পর তাঁর শিল্ড রেসলিং গ্রুপের দুই পার্টনার শেথ রোলিন্স ও ডিন অ্যামব্রোস তাঁকে জড়িয়ে ধরেন।

author-image
IE Bangla Web Desk
New Update
ROMAN REIGNS

রোমান রেইন্স (ছবি-টুইটার)

বিনোদনকে অন্য মাত্রা দিয়েছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট (ডব্লিউডব্লিউই)। তৈরি করে নিয়েছে নিজস্ব একটা মহাকাশ। সেখানে জন্ম নিয়েছে নক্ষত্ররা। প্রজন্মের পর প্রজন্ম যে খেলার টানে আবেগের মহোৎসবে গা ভাসিয়েছে মানুষ। কিন্তু আজ মন খারাপের মেঘ জমেছে রিংয়ে। বাস্তবের ট্র্যাজেডির কাছে হার মেনেছে চিত্রনাট্য়ের ফাইট!

Advertisment

সোমবার রাতে ডব্লিউডব্লিউই র’ ঢাকা পড়েছে শোকের অদৃশ্য শামিয়ানায়। এই প্রজন্মের সেরা রেস্টলার রোমান রেইন্স বাধ্য হয়েছেন অবসর নিতে। বছর তেত্রিশের ফ্লোরিডা নিবাসীর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ। ১১ বছর আগেই লিউকোমিয়া ধরা পড়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নের, মাঝখানে সেটা অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু ফের প্রত্যাবর্তন করেছে ব্লাড ক্যান্সার। এবার রিং ছেড়ে জীবনের লড়াইয়ে নামতে হবে তাঁকে।

ছ ফুট তিন ইঞ্চির মানুষটা মাইক্রোফোন হাতে বললেন, “আপনারা আমার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। চিয়ার করলেন না টিটিকিরি দিলেন, সেটা আমার কাছে কোনও ব্যাপারই নয়। সবচেয়ে বড় কথা আপনাদের প্রতিক্রিয়া পেয়েছি। এটাই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাদের।” রেইন্স কিন্তু এও জানিয়েছেন যে, এটা তাঁর বিদায়ী ভাষণ নয়। তিনি দ্রুত ফিরে আসবেন এই মঞ্চে।  প্রকৃত ফাইটার সে। রক্তে রয়েছে খেলা। ডব্লিউডব্লিউই তাঁর নাম দিয়েছে রোমান রেইন্স। আসল নাম কিন্তু লেয়াটি জোসেফ আনোয়াই। রেসলিংয়ের আগে তিনি চুটিয়ে ফুটবল খেলেছেন মার্কিন মুলুকে। বললেন, “আমি লিউকোমিয়াকে হারিয়ে আবার ঘরে ফিরব। খুব দ্রুত আপনাদের সঙ্গে দেখা হবে।”

রেইন্স ছেড়ে দিলেন তাঁর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ খেতাব। বিদায়ী ভাষণের পর তাঁর শিল্ড রেসলিং গ্রুপের দুই পার্টনার শেথ রোলিন্স ও ডিন অ্যামব্রোস তাঁকে জড়িয়ে ধরেন। এই মুহূর্তে টুইটারে ট্রেন্ড করছে #ThankYouRoman। এই খেলার হেভিওয়েটদের প্রার্থনায় ভেসে গিয়েছেন রেইন্স। ফ্যানেরা আশাবাদী তাঁদের ‘দ্য বিগ ডগ’ আবার ফিরে আসবে রিংয়ে। কানে ভেসে আসবে জিমজনস্টোনের কম্পোজ করা “দ্য ট্রুথ রেইন্স”

রেইন্সের বায়োডেটায় রয়েছে:

ডব্লিউডব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ

ডব্লিউডব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ (শেথ রোলিন্সের সঙ্গে)

ডব্লিউডব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ

ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (তিনবার)

টোয়েন্টিএইটথ ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়নশিপ

নাইনথ গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়নশিপ

রয়্যাল রাম্বেল (২০১৫)

ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট (২০১৫)

স্ল্যামি অ্যাওয়ার্ডস (সাতবার)

Advertisment