Advertisment

ভাইরাল ভিডিও: বডিগার্ডের বোলিংয়ে ব্য়োমকে গেল বিশ্ব

রোমানিয়ান বডিগার্ড প্য়াভেল ফ্লোরিন। রাতারাতি ইন্টারনেটে সেনসেশন হয়ে গিয়েছেন ইউরোপিয়ান ক্রিকেট লিগের এই বোলার। ফ্লোরিনের বিচিত্র ডেলিভারি আর গগনচুম্বী ফ্লাইট নিয়েই মেতেছে বাইশ গজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Romanian Pavel Florin is cricket’s latest internet sensation

ভাইরাল ভিডিও: বডিগার্ডের বোলিংয়ে ব্য়োমকে গেল বিশ্ব

রোমানিয়ান বডিগার্ড প্য়াভেল ফ্লোরিন। রাতারাতি ইন্টারনেটে সেনসেশন হয়ে গিয়েছেন ইউরোপিয়ান ক্রিকেট লিগের এই বোলার। ফ্লোরিনের বিচিত্র ডেলিভারি আর গগনচুম্বী ফ্লাইট নিয়েই মেতেছে বাইশ গজ। সোশাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন তিনি। ক্রিকেট ফ্য়ানেরা তাঁর উপর থেকে নজর সরাতে পারলেন না। যে গতিতে তিনি ডেলিভারি করছেন তা পরিচিত স্লোয়ার ডেলিভারির থেকেও অনেক ধীর। প্রাক্তন অজি ব্য়াটসম্য়ান মার্ক ওয়া যদিও বলছেন, "এই ডেলিভারিতে হিট করা কিন্তু অত্যন্ত কঠিন হবে।"

Advertisment

 

বিচিত্র এই বোলার রোমার ক্লাজ ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট। তাঁর বয়স চল্লিশ। ক্রিকেট তাঁর ভালবাসা। পেশায় তিনি একজন বডিগার্ড। তাঁর বোলিং নিয়ে যে সমালোচনা চলছে তা তিনি গায়ে মাখতে নারাজ। ৪০ বছরের ক্রিকেটার ৩২ বছর বয়সে খেলাটা শুরু করেন। ইউরোপা ক্রিকেট লিগকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন, "লোকে বলতেই পারে আমার ক্রিকেট কার্যকরী নয় কিম্বা আমি সেরকম সুন্দর বল করি না। কিন্তু আমি স্লো বোলার। এটা কোনও সমস্য়া নয়।" ফ্লোরিন এই প্রথম আট দলীয় ১০ ওভারের ইউরোপিয়ান টুর্নামেন্টে অংশ নিলেন।

আরও পড়ুন: কোহলি-রোহতির মধ্য়ে বেছে নিলেন আখতার, জানালেন কে তাঁর পছন্দের ক্য়াপ্টেন

ফ্লোরিন জানিয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সের ফ্য়ান। এই ম্য়াচ খেলার জন্য় সারারাত গাড়ি চালিয়েছেন। ৫০০ কিলোমিটার পথ পেরিয়ে এসেছেন। এরপর ১৪ ওভার মাঠে থেকে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর কাছে এটা কোনও অংশে কম কৃতিত্বের নয়।

cricket
Advertisment