scorecardresearch

মেসি-রোনাল্ডো-এমবাপে-নেইমার-হালান্ড! ভয়ঙ্কর বিপদ মিলিয়ে দিল সকলকেই, টুপি খুলল গোটা দুনিয়া

সবমিলিয়ে দিয়ে গোটা দুনিয়ার হৃদয় কেড়ে নিলেন একের পর এক সুপারস্টার

মেসি-রোনাল্ডো-এমবাপে-নেইমার-হালান্ড! ভয়ঙ্কর বিপদ মিলিয়ে দিল সকলকেই, টুপি খুলল গোটা দুনিয়া

বিশ্বের সেরা সেরা সব তারকা। তাঁরাই এবার হাত মেলালেন তুরস্কের ভূমিকম্পের প্রেক্ষিতে। ত্রাণের জন্য সকলে শত্রুতা ভুলে একই প্ল্যাটফর্মে দাঁড়ালেন। ত্রাণ কার্যের জন্য উদ্যোগী হয়েছেন তুরস্কের জাতীয় দলের তারকা মেরি ডেমিরাল। অর্থ সংগ্রহের জন্যই তুরস্কের তারকার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন মেসি, রোনাল্ডো, এমবাপে, নেইমার, হালান্ড, ইডেন হ্যাজার্ডের মত সুপারস্টাররা। মহাতারকা ফুটবলারদের স্বাক্ষরিত জার্সি নিলামে তোলা হবে। নিজেদের টি-শার্ট ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন একের পর এক তারকা।

সিরি-এ’তে আটলান্টায় খেলা মেরি ডেমিরাল নিজের ত্রাণ প্রতিষ্ঠান টিম ডেমিরালের মাধ্যমে অর্থ সংগ্রহ করে চলেছেন। বৃহস্পতিবারই তিনি জানিয়ে দেন সিরি-এ’তে খেলে যাওয়া রোনাল্ডো, ইতালি এবং আর্জেন্টিনীয় জাতীয় দলের তারকা লিওনার্দো বোনুচ্চি এবং পাওলো ডিবালা নিজেদের সই করা জার্সি পাঠিয়ে দিয়েছেন। তারপর ডেমিরালের পাশে দাঁড়িয়েছেন আতলেতিকো মাদ্রিদ, আলভারো মোরাতা, টটেনহ্যামের হ্যারি কেন, ডেজান কুলুসেভস্কি।

আরও পড়ুন: নোংরা অঙ্গভঙ্গি করতে বারণ-ই করেন মেসি! বিশ্বকাপ ফাইনালের কুকীর্তি নিয়ে স্বীকারোক্তি মার্টিনেজের

শুক্রবার এই তারকাদের ভিড়ে নাম লিখিয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়র, রিয়েল মাদ্রিদের ইডেন হ্যাজার্ড, ম্যান সিটির এরলিং হালান্ড এই ভূমিকম্পের ত্রাণের জন্য নিজেদের শার্ট বিলিয়ে দিয়েছেন। জানা গিয়েছে মহাতারকাদের শার্টের মধ্যে নিলামে সবথেকে বেশি দাম পেয়েছে রোনাল্ডোর জুভেন্তাসের ৭ নম্বর জার্সি। ২ লক্ষ ১২ হাজার ৪৫০ মার্কিন ডলার দাম পেয়েছে রোনাল্ডোর শার্ট।

গত সোমবার তুরস্ক, সিরিয়ায় ভয়ঙ্কর বিপর্যয়ের পর ত্রাণের জন্য এগিয়ে এসেছে একাধিক ফুটবল সংস্থাও।।উয়েফার তরফে ইতিমধ্যেই ২ লক্ষ ১৪ হাজার মার্কিন ডলার সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে তুরস্ক এবং সিরিয়ার ফুটবল সংস্থাকে যথাক্রমে ১ লক্ষ ৬০ হাজার এবং ৫৪ হাজার মার্কিন ডলার দেওয়া হবে উয়েফার তরফে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ronaldo messi neymar haaland mbappe turkey syria earthquake