তৃতীয়বার বিয়ের পিঁড়িতে রোনাল্ডো! হাঁটুর বয়সী পাত্রীর সঙ্গেই সারাজীবন কাটানোর অঙ্গীকার

ফের বিয়ের সিঁড়িতে বসছেন রোনাল্ডো

ফের বিয়ের সিঁড়িতে বসছেন রোনাল্ডো

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আগামী গ্রীষ্মেই ফের বিয়ে করতে চলেছেন রোনাল্ডো নাজারিও। পাত্রী সেলিয়া লকসের সঙ্গে বাগদান পর্ব সারার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন তিনি। সাত বছর রোনাল্ডোর সঙ্গে সম্পর্কে রয়েছেন সেলিয়া লকস। ক্যারিবিয়ান গেটওয়ে কয়েকদিন আগেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন। তাতে সাড়া মিলতেই এবার বিয়ে সেরে ফেলবেন দুজনে।

Advertisment

ব্রাজিলীয় প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, আগামী জুনেই বিয়ে সারবেন দুজনে। ৩২ বছরের সেলিয়া ইনস্টাগ্রামে দুজনের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "হ্যাঁ, তোমাকে ভালবাসি।" কমেন্টে রোনাল্ডোও পাল্টা লেখেন, "আমিও তোমাকে ভালবাসি।" সেলিয়া পেশায় একজন ব্যবসায়ী।

Advertisment

এর আগে রোনাল্ডো বিয়ে করেছিলেন ব্রাজিলের মহিলা দলের ফুটবলার মিলেন ডমিনগেজ। ২০০৫-এ দুজনের বিচ্ছেদ হয়ে যায়। সবমিলিয়ে এই নিয়ে তৃতীয়বার বিয়ে করতে চলেছেন ব্রাজিলের সুপারস্টার।

আরও পড়ুন: রোনাল্ডোর পাঙ্গা নিতে সৌদির ক্লাবে সই করতে পারেন মেসি, বিরাট আপডেটে তোলপাড় বিশ্ব

বর্তমানে রোনাল্ডো স্প্যানিশ ক্লাব ভালোদালিদের প্রেসিডেন্ট। ২০২১-এ নিজের পুরোনো ক্লাব ক্রুজেইরোর শেয়ার কিনেছেন। নব্বইয়ের দশকে টিনএজার হিসাবে ক্রুজেইরোয় খেলতেন রোনাল্ডো। ব্রাজিলের এই ক্লাব থেকেই বিশ্বের সর্বকালের সেরা সেন্টার ফরোয়ার্ডের উত্থান। ব্রাজিলিয়ান বিনিয়োগকারী ব্যাঙ্ক এক্সপি-র সহায়তায় রোনাল্ডোর ক্রুজেইরোর নিয়ন্ত্রক শেয়ার কিনে নিয়েছেন। আর রোনাল্ডোর সাহচর্য পাওয়ার পরই ক্রুজেইরো ফের একবার ব্রাজিলের সিরি-আ'তে প্রত্যাবর্তন ঘটিয়েছে। ক্রুজেইরোর আগে রিয়েল ভালোডালিদের ৫১ শতাংশ শেয়ার কিনেছিলেন।

brazil ronaldo