আইপিএল ২০১৮: বরুণ দেবের বদান্যতায় জিতে প্রত্যাবর্তন রয়্যালসদের

বৃষ্টিস্নাত জয়পুরে জিতেই আইপিএল প্রত্যাবর্তন স্মরণীয় করল রাজস্থান রয়্যালস। নির্বাসন কাটিয়ে বছর পর টুর্নামেন্টে ফিরল রাজস্থান। ঘরের মাঠে হাসি মুখেই অভিযান শুরু করল অজিঙ্ক রাহানে অ্যান্ড কোং।

বৃষ্টিস্নাত জয়পুরে জিতেই আইপিএল প্রত্যাবর্তন স্মরণীয় করল রাজস্থান রয়্যালস। নির্বাসন কাটিয়ে বছর পর টুর্নামেন্টে ফিরল রাজস্থান। ঘরের মাঠে হাসি মুখেই অভিযান শুরু করল অজিঙ্ক রাহানে অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
আইপিএল ২০১৮: বরুণ দেবের বদান্যতায় জিতেই প্রত্যাবর্তন রয়্যালসদের

আইপিএল ২০১৮: বরুণ দেবের বদান্যতায় জিতেই প্রত্যাবর্তন রয়্যালসদের

রাজস্থান রয়্যালস- ১৫৩/৫

Advertisment

দিল্লি ডেয়ারডেভিলস- ৬০/৪ ( ৬ ওভার, টার্গেট ৭১)

ডাক-ওয়ার্থ লুইস নিয়মে রাজস্থান ১০ রানে জয়ী

বৃষ্টিস্নাত জয়পুরে জয় পেল রাজস্থান রয়্যালস। বরুণদেবের সৌজন্যে ঘরের মাঠে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখল তারা। নির্বাসন কাটিয়ে দু বছর পর টুর্নামেন্টে ফিরেছে রাজস্থান। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেই আইপিএল অভিযান শুরু করেছে রাজস্থান। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে জয়ে ফিরল অজিঙ্ক রাহানে অ্যান্ড কোং। বুধবার খারাপ আবহাওয়াতে  দীর্ঘক্ষণ ম্যাচ বন্ধ থাকে। ডাক-ওয়ার্থ লুইস নিয়ম মেনে খেলা গড়ায়। দিল্লির জেতার জন্য ৬ ওভারে ৭১ রানের টার্গেট ছিল। কিন্তু গৌতম গম্ভীরের দল ৬০ রানে থেমে যায়।

Advertisment

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গম্ভীর।  ১৭.৫ ওভার ব্যাট করে ১৫৩ (অজিঙ্ক রাহানে ৪৫ ও সনজু স্যামসন ৩৭) রান তোলে রাজস্থান। এরপর বৃষ্টির জন্য দু ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকে। দিল্লি প্রায় মধ্য়রাতে সোয়াই মানসিং স্টেডিয়ামে ব্যাট করতে নামে। ডার্ক-ওয়ার্থ লুইস নিয়মে দিল্লির জেতার জন্য ৬ ওভারে ৭১ রানের টার্গেট দাঁড়ায়।

ওপেন করতে নামেন কলিন মুনরো ও গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম বলেই মুনরো রান আউট হয়ে যান। এরপর ঋষভ পন্থ আর ম্যাক্সওয়েল ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নামেন। কিন্তু ম্যাক্সওয়েলকে (১২ বলে ১৭) ফিরিয়ে দেন বেন লাফিন। পন্থও ১৪ বলে ২০ করে আউট হয়ে যান। এরপর বিজয় শঙ্কর আসেন। স্কোরবোর্ডে তিনটি রান যোগ করেই তিনি ফিরে যান। শেষ পর্যন্ত ক্রিস মরিস (১৭) ও শ্রেয়াস আয়ার (০) অপরাজিত থাকেন ক্রিজে। এদিন রাজস্থানের হয়ে লাফিন দুরন্ত পারফর্ম করেন। কিন্তু তাঁরা লক্ষ্যে নিয়ে যেতে পারেননি দলকে। ম্যাচের সেরা হন স্য়ামসন। ২ ওভার হাত ঘুরিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। ম্যাক্সওয়েল ও শঙ্করকে ফিরিয়ে রাজস্থানকে ম্যাচে আধিপত্য বজায় রাখতে সাহায্য করে।

IPL 2018