Advertisment

ঐতিহাসিক চুক্তি মোহনবাগান-এটিকের! আইএসএলের দুনিয়ায় আত্মপ্রকাশ সবুজ-মেরুনের

এই গাঁটছড়া বাঁধায় এটিকে ও মোহনবাগানের ব্র্যান্ড নাম ব্যবহার করতে পারবে নতুন ফুটবল ক্লাবটি। সদ্য প্রতিষ্ঠিত ক্লাবটি আত্মপ্রকাশ করবে চলতি বছরে জুন মাস থেকে। পরের মরশুমে আইএসএল-এও অংশগ্রহণ করবে মোহনবাগান-এটিকে ক্লাব।

author-image
IE Bangla Web Desk
New Update
Mohun Bagan and ATK

দুই বড় ক্লাব কী হাত মেলাবে পরস্পরের? প্রশ্ন এটাই (ফেসবুক)

জল্পনা আগেই ছিল। সেই জল্পনা সত্যি করেই এবার মোহনবাগান ক্লাবের অধিকাংশ শেয়ার কিনে নিল এটিকের মালিকানাধীন আরপিএসজি গ্রুপ। ফলে কলকাতায় ঐতিহাসিক গাঁটছড়া বন্ধনে আবদ্ধ হল দুই প্রধান। আরপিএসজি গ্রুপের পক্ষ থেকে সরকারি ই-মেলে জানানো হয়েছে, মোহনবাগান প্রাইভেট লিমিটেডের ৮০ শতাংশ শেয়ারই কিনে নিল আরপিএসজি গ্রুপ। বাকি ২০ শতাংশ থাকছে মোহনবাগানের অধীনে।

Advertisment

এই গাঁটছড়া বাঁধায় এটিকে ও মোহনবাগানের ব্র্যান্ড নাম ব্যবহার করতে পারবে নতুন ফুটবল ক্লাবটি। সদ্য প্রতিষ্ঠিত ক্লাবটি আত্মপ্রকাশ করবে চলতি বছরে জুন মাস থেকে। পরের মরশুমে আইএসএল-এও অংশগ্রহণ করবে মোহনবাগান-এটিকে ক্লাব।

আরও পড়ুন মিশে যাচ্ছে কলকাতার দুই প্রধান! সংযুক্তির পথে এটিকে-মোহনবাগান

দুর্ধর্ষ চুক্তির পরে মোহনবাগানের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, সবুজ-মেরুন জার্সির রোম্যান্স, ১৩০ বছর পরম্পরা অক্ষুণ্ণ থাকবে। তবে এমন সময় আসে যখন একজন সঙ্গীর প্রয়োজন হয়। ফুটবলে বৃহত্তম দুনিয়ায় প্রবেশ করতে হলে নতুন বিনিয়োগ, কর্পোরেট ধাঁচ প্রয়োজন। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন, এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে।

আরও পড়ুন ধোনির সঙ্গে বাদ কেকেআর ক্যাপ্টেনও! বোর্ডের ‘রোষনজরে’ আর কারা, জানুন

ইস্টবেঙ্গল দু-বছর আগেই বিনিয়োগ পেয়ে গিয়েছে। ইনভেস্টর কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক প্রায় তলানিতে। এদিকে, অনেকদিনই স্পনসর সহ ইনভেস্টর খুঁজছিলেন বাগান কর্তারা। একাধিক সংস্থার সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনা চালালেও, সেই সম্পর্ক দিনের আলো দেখছিল না। কিছুদিন আগেও মোহনবাগানের সঙ্গে সৌদির এক তৈল উত্তোলক সংস্থার বিনিয়োগ ঘিরে জল্পনা ছড়িয়েছিল।

সেই জল্পনার দুনিয়া ছেড়েই এবার এটিকে-মোহনবাগান মিশে গেল। ঐতিহাসিক চুক্তির সাক্ষী থাকল কলকাতা।

ATK Mohun Bagan
Advertisment