/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/Russia.jpg)
করোনার জন্য পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক। আগামী বছর সেই আসর বসবে। কিন্তু তার আগেই বড় ধাক্কা রাশিয়ার। আগামী ২ বছরের জন্য অলিম্পিক বা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নিজেদের জাতীয় পতাকা এবং দেশের নাম ব্যবহার করতে পারবেন রাশিয়ার অ্যাথলিটরা। আন্তর্জাতিক ক্রীড়া আদালত এই রায় দিয়েছে বৃহস্পতিবার।
তবে আগামী টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণ আটকাবে না রাশিয়ার অ্যাথলিটদের। রাশিয়া দল হিসাবে টোকিও এবং ২০২২ সালে বেজিংয়ে উইন্টার অলিম্পিক্সে অংশ নিতে পারবে। ২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপেও অংশ নিতে পারবেন রুশ ফুটবলাররা। তবে যদি না তাঁরা ডোপিং বা কোনও টেস্টে পজিটিভ না হোন।
আরও পড়ুন বিখ্যাত ওভাল স্টেডিয়াম বাঙালি ক্রিকেটারের নামে, বিরল কীর্তিকে সম্মান জানিয়ে কুর্নিশ
বিশ্ব ডোপিং বিরোধী এজেন্সি এই শাস্তির প্রস্তাব দেয় রাশিয়ার বিরুদ্ধে। গত বছর ওয়াডার কাছে ল্যাব রিপোর্ট জমা দেওয়ার আগে রুশ জাতীয় সংস্থা নথিতে কারচুপি করেছে বলে অভিযোগ ওঠে। তার জেরেই এদিন এমন বিস্ফোরক রায় দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন