Advertisment

Russia vs Croatia Score, FIFA World Cup 2018: টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

Russia vs Croatia Score, FIFA World Cup 2018 :টাইব্রেকারে রাশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
FIFA World Cup 2018, ফিফা বিশ্বকাপ ২০১৮

Russia vs Croatia Score, FIFA World Cup 2018 : রাশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া। ছবি- টুইটার।

Russia vs Croatia Score, FIFA World Cup 2018: অতিরিক্ত সময়ের শেষবেলায় মারিয়ো ফার্নান্ডেজের গোলে যেন রুশ বিপ্লব ঘটে গিয়েছিল। ফার্নান্ডেজের গোলে সমতা ফিরিয়ে দীর্ঘশ্বাস ফেলেছিলেন রুশ সমর্থকরা। কিন্তু না, শেষবেলায় পেনাল্টি শুটআউটে ক্রোয়েশিয়ার কাছে হেরে ১৯৬৬ সালের পুনরাবৃত্তি ঘটাতে পারলেন না চেরিশিভরা। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে না উঠেও আজকের রুদ্ধশ্বাস ম্যাচের সৌজন্যে ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন মারিয়ো ফার্নান্ডেজরা। ক্রোয়েশিয়ার মতো এবারের চমকপ্রদ দলের সঙ্গে যে হারে টক্কর দিয়েছেন রুশ ফুটবলাররা তা চোখে পড়ার মতো। অন্যদিকে টানটান ম্যাচে আয়োজক দেশকে হারিয়ে শেষ চারে উঠে আবারও চমক দেখালেন ক্রামারিচরা।

Advertisment

এদিন খেলার ৩১ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে রাখেন রাশিয়ার চেরিশিভ। রাশিয়ার কাছে ১-০ গোলে পিছিয়ে পড়ে আক্রমণাত্মক হয়েছিল টিম ক্রোয়েশিয়া। গোল শোধ করার জন্য মুখিয়ে ছিলেন মদ্রিচরা। আট মিনিট বাদেই বদলা নিলেন ক্রামারিচ। এরপরই দুই দলের স্কোরবোর্ডে যখন ব্যবধান ১-১, তখন দ্বিতীয় গোলের আশায় মুখিয়ে ছিল দু'দলই। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়েনি। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় এই কোয়ার্টার ফাইনালের খেলা। ১০১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে রাশিয়াকে ২-১ গোলে পিছনে ফেলে মাঠে জার্সি খুলে উল্লাসে মেতে ওঠেন ক্রোয়েশিয়ার ভিদা। ভিদার গোলের পর যখন অনেকেই ভেবেছিলেন রাশিয়ার বিদায়ঘণ্টা বেজে গেছে, ঠিক তখনই অতিরিক্ত সময়ের শেষলগ্নে ১১৫ মিনিটের মাথায় গোল করে অবিশ্বাস্য ভাবে সমতা ফেরান মারিয়ো ফার্নান্ডেজ। ফার্নান্ডেজের গোলে যেন নতুন করে প্রাণ সঞ্চার হয় রাশিয়ার। ২-২ ব্যবধানে থাকায় অতিরিক্ত সময়ের খেলাও অমীমাংসিত ভাবে শেষ হয়। অগত্যা পেনাল্টি শুটআউটের দ্বারস্থ হতে হয়। টাইব্রেকারেই ক্রোয়েশিয়ার কাছে কুপোকাত হয়ে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হল রাশিয়ার।

Russia vs Croatia Score, FIFA World Cup 2018: Catch Russia vs Croatia  Updates: Read in English

2.20 AM: পেনাল্টি শুটআউটে জিতে সেমিফাইনালে ক্রোয়েশিয়া।

2.20 AM: পেনাল্টি শুটআউট: রাশিয়া ৩, ক্রোয়েশিয়া ৩

2.19 AM: পেনাল্টি শুটআউট: রাশিয়া ২, ক্রোয়েশিয়া ৩

2.18 AM: পেনাল্টি শুটআউট: রাশিয়া ২, ক্রোয়েশিয়া ২

2.16 AM: পেনাল্টি শুটআউট: রাশিয়া ১, ক্রোয়েশিয়া ১

2.15 AM: পেনাল্টি শুটআউট: রাশিয়া ০, ক্রোয়েশিয়া ১

2.07 AM: পেনাল্টি শুটআউট!  অতিরিক্ত সময়ের খেলা শেষ, রাশিয়া ২, ক্রোয়েশিয়া ২

2.00 AM: গোওওওললল!!! ফুটবল মাঠে রুশ বিপ্লব। শেষ বেলায় মারিয়ো ফার্নান্ডেজের হাত ধরে অবিশ্বাস্য ভাবে সমতা ফেরাল রাশিয়া। খেলার স্কোর ২-২

1.54 AM: গোলের পর জার্সি খুলে উল্লাস ভিদার।

1.50 AM: অতিরিক্ত সময়ের প্রথম পর্বের খেলা শেষ, খেলার ফল রাশিয়া ১, ক্রোয়েশিয়া ২

1.41 AM: গোওওওললল!!! রাশিয়াকে ২-১ গোলে পিছনে ফেলে এগিয়ে গেল ক্রোয়েশিয়া।

1.31 AM: অতিরিক্ত সময়ের খেলা শুরু।

1.25 AM: নির্ধারিত সময় শেষ। রাশিয়া-ক্রোয়েশিয়া ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। খেলার ফল ১-১

1.15 AM: ৮৪ মিনিট পার, এখনও ১-১ ব্যবধানে দাঁড়িয়ে দুই দল। দু'পক্ষই গোল পাওয়ার জন্য মুখিয়ে।

1.01 AM: দুই দলের গোলদাতা

fifa world cup 2018, ফিফা বিশ্বকাপ ২০১৮ রাশিয়ার গোলদাতা চেরিশিভের উল্লাস। ছবি- ফিফা

fifa world cup 2018, ফিফা বিশ্বকাপ ২০১৮ গোল শোধ করে উল্লাস ক্রামারিচের। ছবি- ফিফা

12.48 AM: ৫৭ মিনিট পার, একে অপরকে  আক্রমণের চেষ্টা রাশিয়া ও ক্রোয়েশিয়ার। দ্বিতীয় গোল করতে মরিয়া দু'দলই।

12.36 AM: দ্বিতীয়ার্ধের খেলা শুরু। রাশিয়া ১, ক্রোয়েশিয়া ১

12.19 AM: প্রথমার্ধের খেলা শেষ। রাশিয়া ১, ক্রোয়েশিয়া ১

12.10 AM: গোওওওললল!!! গোল শোধ করে বদলা নিল ক্রোয়েশিয়া। খেলার ফল ১-১

12.02 AM:  গোওওওললল!!!  চেরিশিভের অসামান্য গোলের সৌজন্যে ১-০ ব্যবধানে এগিয়ে রাশিয়া।

11.54 PM:  কিক অফের আগে বর্ণবৈষম্যের বিরুদ্ধে সরব হলেন রাশিয়া ও ক্রোয়েশিয়ার ফুটবলাররা।

11.43 PM: ১২ মিনিটের খেলা শেষে এখনও গোলহীন স্টেডিয়াম।

11.30 PM: কিক অফ!

11.28 PM: দু'দেশের জাতীয় সংগীত পরিবেশনের সমাপ্তির পর কিক -অফের অপেক্ষায় স্টেডিয়াম।

11.22 PM: একনজরে দুই টিম

11.18 PM: আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে রাশিয়া ও ক্রোয়েশিয়া।

আজকের ম্যাচে যে দল জিতবে, তাকে সেমিফাইনালে মুখোমুখি হতে হবে ইংল্যান্ডের সঙ্গে।

FIFA World Cup 2018 FIFA World Cup
Advertisment