Advertisment

ফেয়ারওয়েল পেলাম না! অবসর নিয়েই বিরাট বিষ্ফোরণ শ্রীসন্থের

২০২০/২১ মরশুমে টানা সাত বছরের নির্বাসন কাটিয়ে শ্রীসন্থ ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন। সাদা বলের ক্রিকেটেও কেবল খেলেন বছর দুয়েক আগে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বুধবার বাইশ গজ থেকে অবসরের ঘোষণা করেছেন শ্রীসন্থ। কেরালার হয়ে চলতি রঞ্জিতে খেলছিলেন তিনি। লিগ পর্বের পরে ক্রিকেটকে যে বিদায় জানাবেন, তা আগে থেকেই ঠিক ছিল। শ্রীসন্থ এই বিষয়ে আগেই কেরালা রাজ্য ক্রিকেট সংস্থাকে জানিয়ে রেখেছিলেন। আশা করেছিলেন, হয়ত কোনও ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা হবে। তবে তা হয়নি। কেরিয়ারের শেষ ম্যাচেও বেঞ্চে বসে কাটাতে হয় তাঁকে।

Advertisment

পেশাদারি ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরে শ্রীসন্থ মনোরমা-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দেন, তিনি ফেয়ারওয়েল ম্যাচ প্রত্যাশা করেছিলেন। "রঞ্জিতে গুজরাট ম্যাচে খেলার জন্য মুখিয়ে ছিলাম। ম্যাচের আগে টিম মিটিংয়েও জানিয়ে দিই এটাই আমার শেষ ম্যাচ হতে চলেছে। আমার ফেয়ারওয়েল ম্যাচ প্রাপ্য ছিল।" বলে দেন তিনি।

আরও পড়ুন: মুম্বই অতীত! মালিঙ্গা এবার IPL-এর অন্য ফ্র্যাঞ্চাইজিতে! মহা ঘোষণা শুক্রবারেই

সীমিত ওভারের ক্রিকেটে রাজ্যের হয়ে খেলেননি। তবে রঞ্জিতে নয় বছর পর এবারই প্রত্যাবর্তন ঘটান তিনি। চলতি মরশুমে যে একটি ম্যাচে খেলেছিলেন, সেই ম্যাচে দু-উইকেট শিকার করেন তিনি। তবে গুজরাটের বিপক্ষে পরের ম্যাচেই বাদ পড়েন তিনি। শ্রীসন্থকে ছাড়া খেলতে নেমে কেরালা ৮ উইকেটে ম্যাচ জেতে। কেরালার তৃতীয় ম্যাচ আবার ড্রয়ে শেষ হয়। আর রঞ্জির গ্রুপ পর্ব শেষের পরেই শ্রীসন্থ অবসরের ঘোষণা করেন।

২০০৫-এ টিম ইন্ডিয়ার জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে প্ৰথম আত্মপ্রকাশ ঘটে শ্রীসন্থের। ২০০৬-এ টেস্ট অভিষেক ঘটে নাগপুরে, ইংল্যান্ডের বিপক্ষে। ৫ বছর পরে শ্রীসন্থ শেষবারের মত টেস্টে খেলেন। ২০০৭-এ প্ৰথমবার টি২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় স্কোয়াডেও ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ১০টি টি২০ খেলেছেন।

আরও পড়ুন: IPL-এ অবিক্রিত, জাতীয় দলেও বাদ! বিরাট চুক্তিতে বিদেশে খেলবেন পূজারা

২০১৩-য় জাতীয় দলে ডাক পাওয়ার মুখেই স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে শ্রীসন্থ ৭ বছরের নির্বাসনে চলে যান। ২০২০/২১ মরশুমে টানা সাত বছরের নির্বাসন কাটিয়ে শ্রীসন্থ ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন। সাদা বলের ক্রিকেটেও কেবল খেলেন বছর দুয়েক আগে। ২০২১/২২ মরশুমে শ্রীসন্থ রঞ্জিতে খেলেন। আইপিএলে কোচি তাস্কার্স, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন।

প্ৰথম শ্রেণির ক্রিকেটে শ্রীসন্থ ৭৪ ম্যাচে ২১৩ উইকেট নিয়েছেন। ৯২টি লিস্ট-এ ম্যাচে শ্রীসন্থের উইকেট সংখ্যা ১২৪টি। ৬৫ টি২০ ম্যাচে শ্রীসন্থ সবমিলিয়ে ৫৪ জন ব্যাটসম্যানকে আউট করেছেন। আইপিএলের নিলামে ২০২১, ২০২২ টানা দুবার অবিক্রিত থেকেছেন।

Cricket News Indian Cricket Team Indian Team
Advertisment