Advertisment

বেসামাল হয়ে তরুণীর উপরে গাড়ি! থানায় তারকা ক্রিকেটারের পুত্র

ফিডেল করিমকে তাঁর বয়ান নথিভুক্ত করার জন্য থানা থেকে ডেকে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ও ৩৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

টিম ইন্ডিয়া (বিসিসিআই)

প্রাক্তন ক্রিকেটার। বর্তমানে বোর্ডের ক্রিকেট অপারেশনসের প্রধান সাবা করিম এবার জড়িয়ে পড়লেন অযাচিত বিতর্কে। অবশ্য় ছেলের কল্য়াণে। বেহিসেবি গাড়ি চালিয়ে মহিলাকে ধাক্কা দিয়ে পুলিশের খাতায় নামও লিখিয়ে ফেললেন সাবা করিম পুত্র ফিডেল করিম। যা নিয়ে বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

Advertisment

মঙ্গলবার সকালের ঘটনা। মুম্বইয়ের পেডার রোডে ২২ বছরের এক তরুণীকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন সাবা করিমের পুত্র। অভিযোগ এমনটাই। সাবা করিম হন্ডা জ্যাজ (ইউপি বিজে০৫৩৭) গাড়ি নিয়ে এগোচ্ছিলেন দক্ষিণ মুম্বইয়ের পেডার রোড দিয়ে। গন্তব্য ছিল কুপারেজের মাঠ।

আরও পড়ুন তিন মাস নির্বাসনে কেকেআর স্পিনার! আইপিএলের আগেই চাপে নাইটরা

সেই সময়েই বিপত্তি। নালন্দা বাস স্টপেজে নেমে কাজে যাচ্ছিলেন তরুণী সিদ্ধি মণ্ডল। একটি জিমে হাউসকিপিংয়ের কাজ করেন তিনি। তবে রাস্তাতেই তরুণীকে সজোরে ধাক্কা দেন ফিডেন করিম। রাস্তা পড়ে গিয়ে নিম্নাঙ্গে চোট পান তিনি। তবে তারকা-পুত্র পালিয়ে না গিয়ে নিকটবর্তী জসলোক হাসপাতালে তরুণীকে নিয়ে যান। সেখানেই হাসপাতাল কর্তৃপক্ষ গামদেবী থানায় খবর দেন।

Saba Karim ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তা সাবা করিম (টুইটার)

পরে ফিডেল করিমকে তাঁর বয়ান নথিভুক্ত করার জন্য থানা থেকে ডেকে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ও ৩৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন কেকেআর তারকায় মজেছেন কোহলি! বিশ্বকাপ জিততে বড় ভরসা ক্যাপ্টেনের

পরে সাবা করিম নিজে থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন। পরে সাবা করিম ইন্ডিয়া টুডে-কে বলেন, "বড়সড় কোনও ঘটনা ঘটেনি। এই বিষয়ে কোনও মন্তব্য করা এখনই উচিত হবে না।"

পুলিশের তরফে বলা হয়েছে সাবা করিমের পুত্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, আহত তরুণীর স্বামী অজয় মণ্ডল। তাঁরা ওরলি-র প্রেমনগরে থাকেন। পাশাপাশি জানানো হয়েছে, জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করায় ব্যক্তিগত বণ্ডে অভিযুক্ত ব্যক্তিকে ছাড়া পেতে পারেন।

cricket BCCI
Advertisment