শচীন-কোহলির মধ্যে অমিল কোথায়, ইউটিউবে জানালেন আক্রম

শচীনের রেকর্ড কোহলি ভেঙে দিতে পারেন, এমনটাও বিশ্বাস করেন পাক মহাতারকা। ৪৩ টি একদিনের শতরান নিয়ে শচীনের (৪৯) ঠিক পিছনেই রয়েছেন কোহলি।

শচীনের রেকর্ড কোহলি ভেঙে দিতে পারেন, এমনটাও বিশ্বাস করেন পাক মহাতারকা। ৪৩ টি একদিনের শতরান নিয়ে শচীনের (৪৯) ঠিক পিছনেই রয়েছেন কোহলি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শচীন তেন্ডুলকর ও বিরাট কোহলি দুজনেই গ্রেট। তবে দুজনের পার্থক্য হল, বোলারদের আগ্রাসনের ক্ষেত্রে প্রতিক্রিয়া ব্যক্ত করার সময়। এমনটাই জানাচ্ছেন ওয়াসিম আক্রম।

Advertisment

পাকিস্তানি কিংবদন্তি সাফ জানিয়ে দিচ্ছেন, স্লেজিংয়ের মুখে কোহলি হয়ত মাথা গরম করে নিজের উইকেট হারিয়ে ফেলবে। তবে তেন্ডুলকর কিন্তু আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে পড়বে।

আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে আক্রম জানিয়েছেন, "বিরাট আধুনিক সময়ের গ্রেট। শচীনের সঙ্গে তুলনায় বিরাট অনেক বেশি আগ্রাসী। একজন ব্যক্তি বা ব্যাটসম্যান হিসেবে বিরাট পজিটিভ আগ্রাসন দেখিয়ে থাকে। শচীন আবার শান্ত মাথায় আগ্রাসী থাকে। শরীরী ভাষা সম্পূর্ণ আলাদা থাকে। বোলার হিসাবে এই বিষয় আমরা পড়ে ফেলতে পারি।"

আক্রম আরো জানান, "শচীন জানত আমি যদি ওঁকে স্লেজিং করি তাহলে ও অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠবে। এটা আমার ধারণা। এটা ভুলও হতে পারে। আর যদি কোহলিকে স্লেজিং করতে হয়, তাহলে ও মেজাজ হারিয়ে ফেলবে। তাই একজন ব্যাটসম্যান যখন রেগে যায়, সেই সময়েই সে বোলারকে আক্রমণ করতে চাই। আউট করার সেটাই মোক্ষম সুযোগ থাকে।"

Advertisment

শচীনের রেকর্ড কোহলি ভেঙে দিতে পারেন, এমনটাও বিশ্বাস করেন পাক মহাতারকা। ৪৩ টি একদিনের শতরান নিয়ে শচীনের (৪৯) ঠিক পিছনেই রয়েছেন কোহলি। যদিও শচীনের সব রেকর্ড কোহলি ভাঙতে পারবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তাঁর।

আক্রম বলছেন, "আমি তুলনা করতে চাই না। তবে কোহলির অনেকদূর যাওয়ার ক্ষমতা রয়েছে। অনেক রেকর্ডও ভাঙবে। শচীনের সব রেকর্ড ভাঙতে পারবে? যথেষ্ট সংশয় রয়েছে। কারণ, শচীনের রেকর্ডের সংখ্যা অগুনতি।"

Virat Kohli Sachin Tendulkar