Sachin Tendulkar BCCI President: আরও দানা বাঁধছে রহস্য! আদৌ বিসিসিআই সভাপতি হবেন শচীন?

Sachin Tendulkar BCCI President: ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে করেছিলেন, BCCI-এর আগামী প্রেসিডেন্ট হিসেবে হয়ত শচীন তেন্ডুলকরকে দেখা যেতে পারে।

Sachin Tendulkar BCCI President: ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে করেছিলেন, BCCI-এর আগামী প্রেসিডেন্ট হিসেবে হয়ত শচীন তেন্ডুলকরকে দেখা যেতে পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sachin Tendulkar

ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী ব্যাটার শচীন তেন্ডুলকর

Sachin Tendulkar: ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে করেছিলেন, BCCI-এর আগামী প্রেসিডেন্ট হিসেবে হয়ত শচীন তেন্ডুলকরকে দেখা যেতে পারে। তবে যাবতীয় জল্পনায় এবার শচীন নিজেই জল ঢেলে দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে BCCI-এর আগামী প্রেসিডেন্ট হচ্ছেন না। একটি বিবৃতির মাধ্যমে শচীন নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন।

Advertisment

Sachin Tendulkar: বদলে যাবে ক্রিকেটের সবথেকে বড় নিয়ম? একথাই বললেন 'ক্রিকেট ঈশ্বর' শচীন তেন্ডুলকর

বিবৃতি জারি করলেন শচীন তেন্ডুলকর

বিসিসিআই-এর নয়া সভাপতি হিসেবে শচীন তেন্ডুলকরকে নিয়ে যে গুঞ্জন উঠতে শুরু করেছিল, এবার তিনি নিজেই সেটা থামিয়ে দিলেন। এই মর্মে তাঁর টিম একটি বিবৃতিও জারি করেছে। ওই বিবৃতিতে লেখা হয়েছে, 'আমরা জানতে পেরেছি যে সম্প্রতি বেশ কয়েকটি এমন রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে শচীন তেন্ডুলকর নাকি বিসিসিআই-এর আগামী সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে পারে। একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে এমন কোনও ঘটনা আদৌ ঘটেনি।'

Advertisment

পাশাপাশি শচীনের টিম আরও অনুরোধ করেছে, অকারণে যেন এমন গুঞ্জন আর না ছড়ানো হয়। ওই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, 'আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, অকারণে এমন গুঞ্জন ছড়াবেন না।' প্রসঙ্গত, এসআরটি স্পোর্টস ম্য়ানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই বিবৃতি জারি করা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের হয়ে শচীন ২০০ টেস্ট ম্য়াচ খেলেছেন। এর পাশাপাশি প্রতিনিধিত্ব করেছেন ৪৬৩ ওয়ানডে ম্য়াচেও। তবে টিম ইন্ডিয়ার জার্সিতে একটাই মাত্র টি-২০ ম্য়াচ খেলেছেন। ২০১৩ সালে তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে শেষ ম্য়াচ খেলেছিলেন।

Sachin Tendulkar Record: এশিয়া কাপে শচীনের 'ঐতিহাসিক রেকর্ড', আজ অবধি ভাঙতে পারেনি কেউ!

২৮ সেপ্টেম্বর হবে নির্বাচন

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআই সভাপতি পদের নির্বাচন হবে। এর পাশাপাশি সহ সভাপতি, সচিব, সহ সচিব এবং কোষাধ্যক্ষ পদেও নির্বাচন সম্পন্ন হবে। বার্ষিক সাধারণ বৈঠকের জন্য দেশের প্রত্যেকটা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে শুক্রবার অর্থাৎ ১২ সেপ্টেম্বরের মধ্যে প্রতিনিধিদের নাম জমা করতে বলা হয়েছে। এই তালিকা থেকেই একটা আভাস পাওয়া যাবে, কারা এই পদের জন্য নির্বাচনী ময়দানে লড়াই করবেন।

BCCI Sachin Tendulkar