চলতি বছর বিদেশের মাটিতে ভারতের টেস্ট ভরাডুবি অব্যাহত। শুরুটা দক্ষিণ আফ্রিকার মাটিতে হয়েছিল। সেবার ২-১ সিরিজ হেরেছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। এরপর গত জুলাই-অগাস্টে ইংল্যান্ড থেকে ৪-১ সিরিজ হেরে দেশে ফিরেছিল রবি শাস্ত্রীর শিষ্য়রা। ভারতের সামনে এখন মিশন অস্ট্রেলিয়া।
স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের মতো হেভিওয়েটরা না-থাকায় অস্ট্রেলিয়া ধারে ও ভারে অনেকটাই পিছিয়ে। এমনকি সদ্যই পাকিস্তানের বিরুদ্ধে তাদের টেস্ট ও টি-২০ সিরিজে হারতে হয়েছে। এই অস্ট্রেলিয়া দলকে হারিয়ে ভারতের টেস্ট সিরিজ জেতার দুর্দান্ত সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন শচীন তেন্ডুলকর। দেশের প্রাক্তন কিংবদন্তি বললেন, “অতীতের অস্ট্রেলিয়া দলের সঙ্গে এই দলের তুলনা করে বলাই যায় যে, আমাদের সিরিজ জয়ের খুব ভাল সুযোগ রয়েছে। সর্বোচ্চ পর্যায় ক্রিকেট খেলে ওদের হারানোর এটাই আমাদের সামনে সেরা সুযোগ। আগের অস্ট্রেলিয়া দলের সঙ্গে এই দলটার অনেক ফারাক রয়েছে। সেটা অভিজ্ঞতা আর ভাল ক্রিকেটারের। কিন্তু ওরা পরিচিত ওদের প্রতিদ্বন্দ্বী মনোভাবের জন্য। আমি অবাক হব না যদি ওরা ভাল লড়াই দেয়।”
আরও পড়ুন: শচীনের সঙ্গে দেখা করলেন পৃথ্বী শ
শচীন ভূুয়সী প্রশংসা করেছেন কোহলিরও। বললেন বিরাটের রানের খিদে আর ধৈর্য্যই তাঁকে আজ এই জায়গায় এনেছে। শচীনের সংযোজন, “সাফল্যের কোনও সেট ফর্মুলা নেই। প্রতিদিন আলাদা চ্যালেঞ্জ। সেটা মানিয়ে নেওয়ার মতো নমনীয়তা রাখতে হবে। কোহলির সবচেয়ে বড় গুন, ওর সবসময় রানের খিদে রয়েছে। এরকমই একজন ব্যাটসম্যানের হওয়া উচিত।” ধোনির টি-২০ ক্রিকেট থেকে সরে আসার প্রসঙ্গেও মন্তব্য করেছেন শচীন। ‘ক্রিকেট ঈশ্বর’ বললেন, “ধোনি ক্রিকেটের সব ফর্ম্যাটে দলের জন্য বিশাল অবদান রেখেছে। বহু বছর ও দায়িত্ব নিয়েছে এই দলটার। আমার মনে হয় ধোনি যে সিদ্ধান্তই নেয় সেটা ভাবনা চিন্তা করেই নেয়। একজন ক্রিকেটার যে, এতদিন ধরে খেলছে সে জানে কোনটা করা উচিত, আর কোনটা না।”