Sachin has received prestigious BCCI Lifetime Award: কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরের মুকুটে নতুন পালক। তাঁকে লাইফটাইম অ্যাওয়ার্ডে সম্মানিত করবে বিসিসিআই। শচীন তেন্ডুলকর ভারতীয় ক্রিকেটের আইকন। সেই কারণে তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। শনিবার বিসিসিআইয়ের বার্ষিক অনুষ্ঠানে শচীনকে এই মর্যাদাপূর্ণ আজীবন সম্মাননা দেওয়া হবে। শচীন দীর্ঘদিন ধরে ক্রিকেট দুনিয়া দাপিয়ে বেড়িয়েছেন। তাঁর কৃতিত্বের প্রতি সম্মান জানিয়ে ক্রিকেট কিংবদন্তিকে এই সম্মান দেওয়া হবে।
বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, 'হ্যাঁ, শনিবার শচীনকে পুরস্কারে সম্মানিত করা হবে। সময় এসেছে এই সম্মান পাওয়ার। তিনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন, সেই জন্য এই সম্মান দেওয়া হচ্ছে। আমরা ওকে সিকে নাইডু পুরষ্কার দেব।'
শচীন ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি টেস্ট এবং ওয়ানডে উভয় ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক। তার মধ্যে টেস্টে ১৫,৯২১ রান করেছেন। আর, ৫০ ওভারের খেলায় ১৮,৪২৬ রান করেছেন। শচীনের সর্বাধিক টেস্ট (২০০) এবং একদিনের আন্তর্জাতিক (৪৬৩) খেলার রেকর্ড এখনও অক্ষত। যা, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর আধিপত্যকে ভারতীয় ক্রিকেটে তুলে ধরেছে। তিনি তাঁর কেরিয়ারে একটি টি২০-ও খেলেছেন। ভারতীয় ক্রিকেটে তেন্ডুলকরের প্রভাব অপরিসীম। তিনি তাঁর পারফরম্যান্সের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। সেই কারণে এই পুরস্কার দেওয়া হবে শচীনকে।
এর আগে ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী ও কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফারুখ ইঞ্জিনিয়ারকেও লাইফটাইম অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে বিসিসিআই। প্রায় একদশক হয়ে গেল, শচীন ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তারপরও বিসিসিআই তাঁকে জীবনকৃতি পুরস্কারে সম্মানিত করায়, ভারতীয় ক্রিকেটে শচীনের আধিপত্য নতুন করে স্পষ্ট হল।
আরও পড়ুন- ধোনির মতই টিকিট চেকার, শেওয়াগের পড়শি! তাঁর হাতেই এবার রঞ্জিতে জব্দ কোহলি
১৯৮৯ সালে ভারতের পাকিস্তান সফরের সময় মাত্র ১৬ বছর বয়সে তেন্ডুলকরের জাতীয় ক্রিকেটে অভিষেক হয়েছিল। ৯০-এর দশকজুড়ে তিনি ভারতীয় ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ছিলেন। বিশ্বজুড়ে শীর্ষমানের প্রতিপক্ষদের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়েছেন শচীন। অসংখ্য ব্যাটিং রেকর্ডের পাশাপাশি, তিনি ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।