শহর পরিষ্কার রাখো, মহারাজের কলকাতায় এসে বার্তা শচীনের

এবছর কলকাতা ম্যারাথনে অংশগ্রহণ করেছেন মোট ১৬০০ জন প্রতিযোগী। মোট তিনটি ভাগে এই ম্যারাথন হচ্ছে। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ১০ কিলোমিটার এবং অন্যটি পাঁচ কিলোমিটারের।

এবছর কলকাতা ম্যারাথনে অংশগ্রহণ করেছেন মোট ১৬০০ জন প্রতিযোগী। মোট তিনটি ভাগে এই ম্যারাথন হচ্ছে। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ১০ কিলোমিটার এবং অন্যটি পাঁচ কিলোমিটারের।

author-image
IE Bangla Web Desk
New Update
Sachin Tendulkar

কলকাতা ম্যারাথনে শচীন (টুইটার)

শহর পরিষ্কার রাখুন। কলকাতায় এসে এমনটাই জানালেন শচীন রমেশ তেন্ডুলকর। প্রিয় সতীর্থ সৌরভের শহর কলকাতায় এসে ম্যারাথনের সূচনা ঘটাবেন কিংবদন্তি আগে থেকেই ঠিক ছিল। সেই মতোই রবিবার সকালে শীতের কলকাতায় রেড রোডে এসে মাস্টার ব্লাস্টার পতাকা নেড়ে ম্য়ারাথনের শুরু করলেন।

Advertisment

প্রিয় কিংবদন্তি শহরে। তাই শীত উপেক্ষা করেই সমর্থকরা রেড রোডে জমায়েত হয়েছিলেন। কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শচীনকে ছুঁয়ে দেখতে অগণিত ভক্তের ঢল রেড রোডে।

Advertisment

এবছর কলকাতা ম্যারাথনে অংশগ্রহণ করেছেন মোট ১৬০০ জন প্রতিযোগী। মোট তিনটি ভাগে এই ম্যারাথন হচ্ছে। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ১০ কিলোমিটার এবং অন্যটি পাঁচ কিলোমিটারের। এই ম্যারাথন দৌড়েরই ফ্ল্যাগ অফ করেন লিটল মাস্টার। তারপরেই শুরু ১৬০০ জনের কলকাতা ম্য়ারাথন দৌড়ের। প্রতিযোগীতায় মহিলাদের অংশগ্রহণ করতে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এরপরেই প্রিয় শহরকে পরিষ্কার রাখার বার্তা দেন তিনি।

Sachin Tendulkar