/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/sachin-cricket-759.jpg)
গলি ক্রিকেটে ব্যস্ত শচীন
২০১৩-তে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলেছিলেন শচীন তেনডুলকর। এরপর থেকে আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি মাস্টারব্লাস্টারকে। কিন্তু শচীন আর ক্রিকেট প্রায় সমার্থক। অবিচ্ছেদ্য বললেও ভুল হয় না! এখনও সুযোগ পেলে ব্যাট হাতে নেমে পড়েন 'ক্রিকেট ঈশ্বর'। এবার একেবারে রাস্তাতেই এক ঝাঁক খুদের সঙ্গে খেলা শুরু করে দিলেন আধুনিক ক্রিকেটের ডন। দেখুন ব্যাট হাতে কী করলেন তিনি!
@sachin_rt. Master Blaster good to See you enjoying like Old times ???????????? pic.twitter.com/9I96AcfKfG
— VINOD KAMBLI (@vinodkambli349) April 16, 2018
মুম্বইয়ের এক গলির পাড়া ক্রিকেটে হাতে ব্যট তুলে নিলেন শচীন। সেই আগের মেজাজেই দেখা গেল তাঁকে। অনেকদিন পর ক্রিকেটপ্রেমিরা দেখতে পেলেন তাঁর সেই পারফেক্ট স্টাইল ও টেকনিক। ভিডিওটিতে দেখা যাচ্ছে আবেগ ধরে রাখতে না পেরে গলির কিছুটা আগেই গাড়ি থেকে নেমে যান শচীন। তারপর একটুও দেরি না করে চটপট হাতে তুলে নেন ব্যাটটি। পাশ দিয়ে একেরপর এক গাড়ি চলে যাচ্ছে, ওসবের তোয়াক্কা না-করেই শচীন মগ্ন নিজের সাধনায়। অনেকে বুঝতেও পারেননি যে, স্বয়ং শচীন খেলছেন রাস্তায়। কিছুসময় খেলার পর ভিড় জমতে শুরু হয় এলাকায়। বন্ধু ও জাতীয় দলের প্রাক্তন সতীর্থ বিনোদ কাম্বলি এই ভিডিওটি পোস্ট করেছেন তাঁর ট্যুইটারে।
Here is complete video of @sachin_rt street cricket yesterday in #Bandra ???? pic.twitter.com/gihlljoA1O
— Sachinist.com (@Sachinist) April 16, 2018