/indian-express-bangla/media/media_files/2025/05/07/BhIWXSX15PiTl0dGfeQv.jpg)
অপারেশন সিন্দুর নিয়ে খুশিতে গদগদ শচীন
Operation Sindoor: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈশ্বরণ এলাকায় যে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) চালানো হয়েছিল, সেই ঘটনায় ২৬ নিরাপরাধ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। গোটা বিশ্বে উঠতে শুরু করেছিল নিন্দার ঝড়। এই পরিস্থিতিতে সকলেই প্রমাদ গুণছিলেন যে মোদী সরকার কতদিনে এই হামলার 'বদলা' নেবে? অবশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলবার গভীর রাতে (৭ এপ্রিল) ভারতীয় বায়ুসেনা পালটা আক্রমণ চালায়। পাকিস্তান এবং PoK অঞ্চলে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
প্রশংসায় ভরালেন শচীন
পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পর গোটা দেশ আপাতত ভারতীয় সেনাবাহিনীকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। সেই তালিকায় নাম লেখালেন ভারতের কিংবদন্তী ব্যাটার শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বুধবার সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি টুইট করেছেন তিনি।
সেখানে লিখেছেন, 'আজ গোটা দেশ নির্ভীক চিত্তে একত্রিত হয়েছে। আমাদের শক্তি যে অপরিসীম, সেটা দেখিয়ে দিতে পেরেছি। ভারতের প্রত্যেকটা নাগরিক যথেষ্ট সুরক্ষিত ছাদের নীচেই রয়েছে। এই বিশ্বে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। আজ আমরা একটাই দল। জয় হিন্দ।'
Fearless in unity. Boundless in strength. India’s shield is her people. There’s no room for terrorism in this world. We’re ONE TEAM!
— Sachin Tendulkar (@sachin_rt) May 7, 2025
Jai Hind 🇮🇳#OperationSindoor
শচীনের এই টুইট (Sachin Tendulkar Tweet) ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আসতে শুরু করেছে একের পর এক কমেন্টও। বইতে শুরু করেছে লাইকের বন্যাও। তবে শুধুমাত্র শচীন একা নন, ভারতের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার এই অপারেশন সিন্দুর-কে সমর্থন করেছেন। সেই তালিকায় নাম রয়েছে বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, সুরেশ রায়না, এমনকী বৈভব সূর্যবংশীরও।
Shocked and deeply saddened by the tragic attacks on innocent people in Pahalgam.
— Sachin Tendulkar (@sachin_rt) April 23, 2025
The affected families must be going through an unimaginable ordeal – India and the world stand united with them at this dark hour, as we mourn the loss of lives and pray for justice.
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করেছিলেন ভারতের 'ক্রিকেট ঈশ্বর'। গত ২৩ এপ্রিল একটি টুইট করেছিলেন শচীন। সেখানে লিখেছিলেন, 'পহেলগাঁওয়ে নিরাপরাধ মানুষদের উপর যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা দেখে আমি স্তম্ভিত এবং শোকাহত। আমি জানি, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এক অভাবনীয় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আশা করব, এই অন্ধকারাচ্ছন্ন সময়ে গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়াবে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাবে। এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য আমরা শোকাহত এবং সুবিচারের দাবি জানালাম।' অবশেষে ১৩ দিন পর যে সেই 'সুবিচার' এসেছে, তা বলা যেতেই পারে।