/indian-express-bangla/media/media_files/2024/12/04/bkmTAhZ5BtpvBRQdnZQz.jpg)
Sachin Tendulkar daughter Sara Tendulkar: শচীন তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকর (সারার ইনস্টাগ্রাম)
Sachin Tendulkar's daughter Sara joins Sachin Tendulkar Foundation: কয়েকদিন আগেই ২৭ বছরে পা দিয়েছেন কন্যা সারা তেন্ডুলকর। তারপরেই বড়সড় আপডেট দিলেন স্বয়ং শচীন রমেশ তেন্ডুলকর। তাঁর নামাঙ্কিত ফাউন্ডেশনে (শচীন তেন্ডুলকর ফাউন্ডেশন) ডিরেক্টর পদে যোগ দিতে চলেছেন কন্যা সারা। নিজের কন্যার পদপ্রাপ্তিতে এতটাই উৎফুল্ল মাস্টার ব্লাস্টার যে সোশ্যাল মিডিয়াতেই ঘোষণা করে দিয়েছেন তিনি।
সারার ছবি শেয়ার করে মহারথী লিখেছেন, তিনি কতটা গর্বিত! স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে শচীন নিজের ফাউন্ডেশন লঞ্চ করেছিলেন ২০১৯-এ। সমাজের প্রান্তিক শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলো নিয়ে বিশাল কর্মকান্ড রয়েছে শচীন তেন্ডুলকর ফাউন্ডেশনের। স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর নিজেও একজন শিশু রোগ বিশেষজ্ঞ। তিনিও এই সংস্থার ডিরেক্টর পদে আসীন রয়েছেন।
আরও পড়ুন: ভারতীয় দলকে দেখার হাজার হাজার অস্ট্রেলিয়ান অনুশীলনে! বিরক্ত হয়ে কড়া নির্দেশ টিম ইন্ডিয়ার
গত অক্টোবরেই ২৭ বছরে পা রেখেছেন কন্যা সারা। জনস্বাস্থ্য পুষ্টি বিভাগে সারারও মাস্টার্স ডিগ্রি রয়েছে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে। শচীন লিখেছেন সংস্থায় সারার যোগদান থেকেই স্পষ্ট কীভাবে বিশ্বজনীন শিক্ষা দেশের অগ্রগতিতে অবদান রাখতে সাহায্য করে। কিংবদন্তি আরও জানিয়েছেন, সংস্থার উদ্দেশ্য নিয়ে সারা নিজে বেশ প্যাশনেট।
I’m overjoyed to share that my daughter Sara Tendulkar has joined the @STF_India as Director.
— Sachin Tendulkar (@sachin_rt) December 4, 2024
She holds a Master’s degree in Clinical and Public Health Nutrition from University College London. As she embarks on this journey to empower India through sports, healthcare, and… pic.twitter.com/B78HvgbK62
জন্মগতভাবে যে শিশুরা ঠোঁটকাটা তাদের জন্যই নিরন্তরভাবে কাজ করে চলেছে শচীনের সংস্থা। এমনিতে সারা সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ। নিজস্ব ফ্যান ফলোয়ারও রয়েছে। ইনস্টাগ্রামে শচীন কন্যেকে ফলো করেন ৭.৩ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী। কয়েকদিন আগেই ভাই অর্জুন তেন্ডুলকরের সঙ্গে তাঁর প্ৰথম ট্রিপের কথা শেয়ার করেছিলেন ফলোয়ারদের সঙ্গে।
অর্জুন আবার শিরোনামে উঠে এসেছেন আইপিএল নিলামের সৌজন্যে। মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে নিলাম থেকে আবার কিনে নিয়েছে ৪০ লক্ষ টাকার বেস প্রাইসে। শচীনের পরিবারের সকলেই আপাতত কৃতি। পরিবারের সেই দর্শনই যেন ধরা পড়েছে তাঁদের সংস্থার মাধ্যমে।