Advertisment

এবার কি জাতীয় দলেও অর্জুন! বোর্ডের প্ল্যানিং জানাজানি হতেই বেনজির বিতর্ক

অর্জুনকে নিয়ে বিরাট আপডেট

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আন্তর্জাতিক মঞ্চে বারবার দেশের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, সেইজন্য এখন থেকেই উদ্যোগী হচ্ছে টিম ইন্ডিয়া। দেশের সেরা প্রতিশ্রুতিমান ২০ জনের অলরাউন্ডারের এক পুল বানানো হয়েছে। যাঁদের এখন থেকেই গ্রুম করা হবে।

Advertisment

আর ২০ জন অলরাউন্ডারের স্বল্প বাছাইয়েই জায়গা পেয়েছেন শচীন-পুত্র অর্জুন। বেঙ্গালুরুর এনসিএ-তে তিন সপ্তাহব্যাপী ক্যাম্প আয়োজন করছে বিসিসিআই। সেই ক্যাম্পেই এবার থাকার জন্য আমন্ত্রণ পেলেন অর্জুন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সদ্য সমাপ্ত সিজনেই অভিষেক ঘটিয়েছিলেন তারকা। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে খেলেন গোয়ার জার্সিতে।

আরও পড়ুন: নেতৃত্ব তো বটেই জাতীয় দল থেকেই হয়ত বাদ রোহিত! তুলকালাম সিদ্ধান্ত নেওয়ার পথে জয় শাহের BCCI

বোর্ডের এক সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, "এমার্জিং এশিয়া কাপ (অনুর্দ্ধ-২৩) চলতি বছরের শেষেই অনুষ্ঠিত হবে। আর বিসিসিআই তরুণ প্রতিভার সন্ধানে রয়েছে।" অলরাউন্ডারদের নিয়ে ক্যাম্প পুরোটাই এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের মস্তিষ্কপ্রসূত।

সংবাদসংস্থা সূত্রে আরও বলা হয়েছে, শিবসুন্দর দাসের নেতৃত্বে জাতীয় নির্বাচকমন্ডলী পারফরম্যান্স এবং সম্ভবনার ভিত্তিতে বাছাই করেছেন ক্রিকেটারদের। সেই সূত্র বলছেন, "এই ক্যাম্পে যাঁরা আসবেন, তাঁরা যে সকলেই পুরোদস্তুর অলরাউন্ডার, এমনটা নয়। অনেকে রয়েছেন বোলিং অলরাউন্ডার, অনেকেই আবার ব্যাটসম্যান। সেই সঙ্গে অল্পস্বল্প বোলিং-ও করেন। ক্যাম্পের উদ্দেশ্য হল, তাঁদের প্রতিভায় আরও শান দেওয়া। এবং শীর্ষ পর্যায়ের জন্য তাঁদের এখন থেকেই তৈরি রাখা।" এই ক্যাম্পে ডাক পেয়েছেন চেতন সাকারিয়া, অভিষেক শর্মা, মোহিত রেডকর, মানব সুতর, হর্ষিত রানা, দ্বিবীজ মেহরারাদের মত সম্ভাবনাময় তারকারা।

আরও পড়ুন: মুখ পুড়িয়েছেন WTC ফাইনালে! তিন তারকাকে পুরোপুরি ছেঁটে ফেলছে টিম ইন্ডিয়া

যাইহোক, আইপিএলে মুম্বইয়ের হয়ে অভিষেক ঘটানোর পর মোট তিন ম্যাচ খেলেছেন অর্জুন। তবে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। কেন অর্জুনকে নির্বাচন করা হল এই ক্যাম্পে, সেই সূত্র জানাচ্ছেন, "রঞ্জিতে অর্জুন শতরান হাঁকিয়েছেন। ও একজন লেফট আর্ম ফাস্ট বোলার যে ১৩০ কিমি গতিতে বল করে। ব্যাটও করে বাঁ হাতে। ওঁর বলে বৈচিত্র্যও রয়েছে। ওঁর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গাই নেই।"

বোর্ডের তরফেও জানানো হয়েছে, "স্রেফ পরিসংখ্যানকে মাপকাঠি করে এই ক্যাম্পে ডাকা হয়নি। মূল যে বিষয় বিবেচ্য হয়েছে, তা হল, সম্ভবনা। অর্জুনের বয়স মাত্র ২৩ বছর। উন্নতির প্রচুর অবকাশ রয়েছে। সেটাই এই ক্যাম্পের সঙ্গে যুক্ত থাকারা মনে করছেন। নাহলে ওঁকে ডাকা হত না। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৭ ম্যাচে মাত্র ১২ উইকেট নিয়েছেন। তা সত্ত্বেও নিজের পারফরম্যান্সে যথেষ্ট প্রভাবিত করেছেন নির্বাচকদের। এর দক্ষতায় আরও মাজাঘষা করা হবে।" গোয়া ক্রিকেট সংস্থার তরফেও স্বীকার করে নেওয়া হয়েছে, শচীন পুত্রকে ক্যাম্পে ডাকার বিষয়টি।

Read the full article in HINDI

Sachin Tendulkar BCCI Arjun Tendulkar
Advertisment