করোনা আক্রান্ত শচিন, বাড়িতেই রয়েছেন আইসোলেশনে

মুদৃ উপসর্গ রয়েছে মাস্টারব্লাসটারের শরীরে।

মুদৃ উপসর্গ রয়েছে মাস্টারব্লাসটারের শরীরে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনাভাইরাসে আক্রান্ত শচিন তেন্ডুলকর। মুদৃ উপসর্গ রয়েছে তাঁর। শনিবার নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।

Advertisment

টুইটাবার্তায় শচিন লিখেছেন, 'আমি করোনা পরীক্ষা করিযেছি। পরীক্ষার ফল পজিটিভ এসেছে। নিজেকে করোনা মুক্ত রাখার জন্য যাবতীয় চেষ্টা করছি। পরিবারের সকলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। আমি নিজেকে কোয়ারেন্টাইন করেছি। চিকিৎসকদের সব পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলছি। সহোযোগিতার জন্য আমি দেশের বিভিন্ন প্রান্তের স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। সবাই সাবধানে থাকবেন।' উল্লেখ্য, কিছুদিন আগেই রায়পুরে রোড সেফটি সিরিজ খেলেছিলেন শচিন তেন্ডুলকর।

এযাবৎ দেশের বহু সেলিব্রিটি করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমিতদের মধ্যে অন্যতম মাস্টারব্লাস্টার।

Advertisment

করোনার দ্বিতীয় পর্যায়ের ঢেউকে কেন্দ্র করে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। সংক্রমণের প্রকোপ মহারাষ্ট্রে সহচেয়ে বেশি। মুম্বই সহ মহারাষ্ট্রজুড়ে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sachin Tendulkar coronavirus