জন্মদিন পালন করবেন না শচীন, করোনা-যুদ্ধে কিংবদন্তির অভিনব বার্তা

আগেই প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে ৫০ লক্ষ টাকা দান করেছিলেন কিংবদন্তি। পাশাপাশি বেশ কিছু এনজিও-র মাধ্যমে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

আগেই প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে ৫০ লক্ষ টাকা দান করেছিলেন কিংবদন্তি। পাশাপাশি বেশ কিছু এনজিও-র মাধ্যমে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ক্রিকেটপ্রেমীদের কাছে ২৪ এপ্রিলের তাৎপর্যই আলাদা। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত স্মৃতির ডালি খুলে বসে ক্রিকেট বিশ্ব। সকলেই নিজের মত করে সেলিব্রেট করেন কারণ এইদিনেই যে স্বয়ং শচীন তেন্ডুলকরের জন্মদিন। ক্রিকেট ঈশ্বরের আবির্ভাব দিবস ভেসে যায় সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছাবার্তায়।

Advertisment

তবে আগামী কাল, শুক্রবার সেই আড়ম্বর চাইছেন না মাস্টার ব্লাস্টারই। গোটা বিশ্বই স্তব্ধ হয়ে গিয়েছে বিষাক্ত ভাইরাসের প্রকোপে। খেলার দুনিয়াতেও সেই ছোবল এসে পড়েছে। এমন অবস্থায় শচীন জানিয়ে দিলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশদের প্রতি সম্মান জানাতে এই বছর জন্মদিন পালন করবেন না তিনি।

বুধবার শচীন ঘনিষ্ঠ এক ব্যক্তি পিটিআইকে জানান, "শচীন মনে করছেন জন্মদিন সেলিব্রেট করার মুহূর্ত নয় এই সময়। উনি মনে করছেন জন্মদিন পালন না করা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং পুলিশদের মত ফ্রন্টলাইনে থাকা ব্যক্তিদের প্রতি সম্মানের বার্তা হয়ে থাকবে।"

Advertisment

আগেই প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে ৫০ লক্ষ টাকা দান করেছিলেন কিংবদন্তি। পাশাপাশি বেশ কিছু এনজিও-র মাধ্যমে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

শচীন ঘনিষ্ঠ সেই ব্যক্তি জানাচ্ছেন, মহাতারকা বরাবর ই এই বিষয়ে প্রচারমাধ্যমে কথা বলতে অস্বস্তিতে পড়েন।

শচীন নিজে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন না করলেও লকডাউনের মধ্যেও লিটল মাস্টারকে সম্মান জানানোর জন্য সোশ্যাল মিডিয়াতেও অভিনব বার্তা দিতে চলেছেন বেশ কিছু ফ্যান ক্লাব।

এর মধ্যে একটি ফ্যান ক্লাব শচীনের ৪০টি বিরল ছবির সংগ্রহ প্রকাশ করতে চলেছে। অন্য একটি ফ্যান ক্লাবের পক্ষে সোশ্যাল মিডিয়াতেই তুলে ধরা হবে এতদিন ধরে কী কী সামাজিক প্রকল্পের সঙ্গে কিংবদন্তি জড়িত রয়েছেন।

Sachin Tendulkar