Advertisment

Sachin Tendulkar: ঘাড় ফুঁড়ে দিল বন্দুকের বুলেট, শচীনের নিরাপত্তাকর্মীর রহস্য-মৃত্যুতে তোলপাড় মুম্বই

Sachin Tendulkar security: ঘটনায় মৃত পুলিশকর্মীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sachin Tendulkar, Sara Tendulkar

Sachin Tendulkar victim of deep fake video: মেয়ে সারার সঙ্গে শচীন তেন্ডুলকার (টুইটার)

Sachin Tendulkar news: রহস্যজনক মৃত্যু হল শচীন তেণ্ডুলকরের নিরাপত্তারক্ষীর। মহারাষ্ট্র স্টেট রিজার্ভ পুলিশের (এসআরপিএফ) ওই কনস্টেবলের নাম প্রকাশ কাপড়ে। বুধবার গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ থানায় দায়ের হলেও পুলিশ উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামনের শহরে ওই পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। শচীনের নিরাপত্তার দায়িত্বে থাকা ওই পুলিশকর্মী ছুটি নিয়ে তাঁর পৈত্রিক ভিটেতে এসেছিলেন। সেখানেই তিনি নিজের সার্ভিস রিভলভার দিয়ে গলায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ৩৯ বছর বয়সি ওই পুলিশকর্মীর পরিবারে মা-বাবা, ভাই, স্ত্রী, দুই নাবালক সন্তান এবং অন্যান্যরা রয়েছেন।

জামনের থানার পুলিশ ইনস্পেক্টর কিরণ শিণ্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনায় মৃত পুলিশকর্মীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, প্রাথমিক তদন্তের পর তদন্তকারীদের অনুমান, ওই পুলিশকর্মী আত্মহত্যা করেছেন। কেন তিনি আত্মহত্যা করতে গেলেন, তা খোঁজ নিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশপাশি, ওই পুলিশকর্মী যেহেতু রাজ্য পুলিশ বাহিনীর সদস্য, তাই সেই বাহিনীর তরফেও আলাদা করে তদন্ত করা হতে পারে।

আরও পড়ুন- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে মাত্র একজন কৃষ্ণাঙ্গ! ফের বর্ণবিদ্বেষের বিতর্কে উত্তাল বিশ্বক্রিকেট

শচীন তেণ্ডুলকর ভারতরত্ন সম্মান পাওয়ার পর তাঁকে ওই নিরাপত্তা দিয়েছিল মহারাষ্ট্র সরকার। ২০১৯ সালে শচীনের নিরাপত্তা জেড ক্যাটাগরি থেকে কমিয়ে এক্স ক্যাটাগরি করেছিল মহারাষ্ট্র সরকার। শচীন নিজে রাজ্যসভার প্রাক্তন সদস্য। এই ঘটনার পর তাঁর নিরাপত্তা নিয়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

police Suicide Maharashtra Death Sachin Tendulkar
Advertisment