মেয়ের জন্য জামাই কি পেয়েই গেলেন শচীন! শুভমানের সঙ্গে ব্রেক আপের পর চুপিচুপি কার সঙ্গে সারা

শুভমান গিলের সঙ্গে ব্রেক আপের পরেই সারার নতুন সম্পর্ক নিয়ে উত্তাল ক্রিকেট দুনিয়া

মেয়ের জন্য জামাই কি পেয়েই গেলেন শচীন! শুভমানের সঙ্গে ব্রেক আপের পর চুপিচুপি কার সঙ্গে সারা

তিনি স্টারকিড। সেই কারণেই তিনি বাকিদের থেকে আলাদা। সোশ্যাল মিডিয়ায় সারা তেন্ডুলকরের ফ্যান ফলোয়িং লজ্জা দেবে দুনিয়ার তাবড় তাবড় সেলেবদেরও। বাবা শচীন রমেশ তেন্ডুলকর নন, তিনিই এখন খবরের শিরোনামে থাকেন। প্রতিনিয়ত। বলিউড সেলিব্রিটিদের মত তাঁকেও ধাওয়া করে পাপরাজ্জিদের দল।

সারা তেন্ডুলকারের ব্যক্তিগত জীবন নিয়ে দেশজোড়া কৌতূহল। শুভমান গিলের সঙ্গে সারার সম্পর্কের জল্পনা নিয়ে হাজার হাজার নিউজপ্রিন্ট খরচ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একে অন্যের পোস্টে ইঙ্গিতবাহী প্রতিক্রিয়া জানিয়ে খবর হয়েছেন সারা-শুভমান।

দুই তারকা নিজেদের মুখে সম্পর্কের কথা কখনই স্বীকার করেননি। অন্তহীন জল্পনার স্রোতে ভেসে গিয়েছে সারা-শুভমানের সম্পর্ক। কয়েকমাস আগেই খবর রটে গিয়েছিল শুভমান গিল নাকি ডেটিং করছেন বলি অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে। লন্ডনের হোটেলে পাপরাজ্জিদের চোখ খুঁজে।নিয়েছিল দুজনকে।

ঘটনা হল, অঞ্জনি ধাওয়ানের সঙ্গে শুভমানের ডিনার-ডেটের পর সারা তেন্ডুলকারের সঙ্গে নাকি ব্রেক আপের গল্পও চাউর হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ঘটনার আগু-পিছু বিবেচনা করে সারার নতুন বয়ফ্রেন্ডও নাকি জানা গিয়েছে। বলা হচ্ছে, শচীন কন্যার নাকি মন কেড়ে নিয়েছেন শিল্পী সিদ্ধার্থ কেরকর।

সারার সঙ্গে সম্প্রতি যাঁর নাম জুড়ে গিয়েছে সেই সিদ্ধার্থ গোয়ার নামি শিল্পী পরিবারের সন্তান। বিখ্যাত ‘মিউজিয়াম অফ গোয়া’-র মালিক সিদ্ধার্থের বাবা ডক্টর সুবোধ কেরকের। গোয়ার হাইপ্রোফাইল ইভেন্ট হলেই ভেন্যু হিসাবে বাঁধাধরা এই প্রদর্শনী কক্ষ। সিদ্ধার্থ পেশায় একজন আর্টিস্ট। তাঁর সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ারও নেহাত কম নয়। ইন্সটা-তে সিদ্ধার্থকে ৮৫ হাজারের বেশি উইজার ফলো করেন। তাঁর বায়ো থেকে জানা যাচ্ছে, তিনি গোয়া এব লন্ডনে থাকেন। নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করার পাশাপাশি সিদ্ধার্থ বিভিন্ন শিল্পের ছবিও নেট দুনিয়ায় পোস্ট করেন।

পরস্পর ঘটনা প্রবাহে শচীন-কন্যার সঙ্গে জুড়ে গিয়েছে সিদ্ধার্থের নাম। ২০২১-এ অক্টোবরে নিজের জন্মদিনে লন্ডনে নিজের বাড়িতে ঝলমলে বার্থডে পার্টির আয়োজন করেছিলেন সারা। যে পার্টিতে একদম কাছের বন্ধুবান্ধবরাই হাজির ছিলেন। আমন্ত্রিতদের তালিকায় জ্বলজ্বলে উপস্থিতি ছিল সিদ্ধার্থের। জন্মদিন কাটানোর কয়েকদিন পরেই পাপরাজ্জিরা মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁয় ধরে ফেলেন সারা-সিদ্ধার্থকে।

সারা সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে প্ৰথম গুঞ্জন শুরু হয় ২০২১-র ১৭ নভেম্বর। সিদ্ধার্থের পোস্ট করা এক ছবিতে দেখা গিয়েছিল সারা জিপের সামনের সিট ছেড়ে বেরিয়ে এসে দাঁড়িয়ে রয়েছেন। আর সামনে থেকে সেলফি তুলছেন সিদ্ধার্থ।

সম্প্রতি সারার গোয়ার ছুটি কাটানোর ছবিও ভাইরাল হয়েছে। সেই ছবি তুলে দিয়েছেন স্পেশ্যাল ফ্রেন্ড সিদ্ধার্থ। সারার গ্ল্যামারাস লুকস বারেবারেই আলোচনার বিষয়বস্তু হয়েছে। এবার সারার নতুন ‘বয়ফ্রেন্ড’কে নিয়েও চর্চা শুরু। দুজনে কবে এই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে নেবেন, সেটাই দেখার!

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Sachins daughter sara tendulkar rumoured relationship with siddharth kerker shubman gill

Next Story
দক্ষিণী ক্রিকেটারদের সাফল্যে জ্বলে মুম্বইয়ের! মঞ্জরেকরকে কোণঠাসা করে বিষ্ফোরক অভিযোগ বিজয়ের
Exit mobile version