ক্রিকেট মাঠে হয়নি। তবে ফুটবলে খেলতে নেমেই ভারত-পাক ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। বুধবার বেঙ্গালুরুর ক্রান্তিবীরা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্ৰথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পড়শি দুই দেশ। সেই ম্যাচেই লাল কার্ড দেখানো হল ভারতের কোচ ইগর স্টিম্যাচকে। পাকিস্তানের আব্দুল্লা ইকবালকে থ্রো ইন করা থেকে বাধা দিয়েছিলেন ভারতের ক্রোয়েশিয়ান কোচ।
তারপরেই দুই দলের ফুটবলাররা হাফটাইমের আগে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পুরোদস্তুরভাবে। এরপরেই ম্যাচ রেফারি কোচ স্টিম্যাচকে লাল কার্ড দেখিয়ে দেন। আর সংঘর্ষে জড়িয়ে পড়ার জন্য ভারতের সন্দেশ ঝিংগান এবং পাকিস্তানের রহিস নবিকে হলুদ কার্ড দেখানো হয়।
এর আগে পাকিস্তানের গোলকিপার সাকিব হানিফের ভুলে সুনীল ছেত্রী ম্যাচের ১০ মিনিটেই ভারতকে এগিয়ে দেন। সেই সময় বক্সের ধার থেকে স্পট কিকে বল ক্লিয়ার করতে গিয়েছিলেন পাক গোলকিপার। তবে সেই বল কিক করতে গিয়ে মিস করে বসেন হানিফ। বক্সের কাছেই ওত পেতে থাকা সুনীল ছেত্রী সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে যান। কিছুক্ষণ পরেই সুনীল ছেত্রী ২-০ করে যান। ১৬ মিনিটে পাকিস্তান পেনাল্টি পাওয়ার পর সুনীল ছেত্রী নিজের দ্বিতীয় গোল করে যান।
আরও পড়ুন: সুনীলের হ্যাটট্রিক বোমায় ধ্বংস পাকিস্তান! মারামারি করেও ভারতকে থামাতে পারল না পড়শি দেশ
সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ২৪ জুন মুখোমুখি হবে কুয়েতের বিপক্ষে। ২৭ তারিখে পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। ২০১৮ সালের পর এই প্ৰথমবার দুই দল ফুটবল ময়দানে মুখোমুখি হয়েছিল। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সেই ম্যাচে ভারত ৩-১ গোলে জয় পেয়েছিল।
Read the full article in ENGLISH