ভারত: ৪ (সুনীল ছেত্রী-৩, উদান্ত সিং)
পাকিস্তান: ০
লেবাননের বিরুদ্ধে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেছিল ভারত। আর প্ৰথম ম্যাচেই দুর্ধর্ষভাবে সাফ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। পাকিস্তানকে বেঙ্গালুরুর ক্রান্তিবীরা স্টেডিয়ামে ৪-০ গোলে উড়িয়ে দিল ভারত। হ্যাটট্রিক করলেন সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধে আরও একটা গোল করলেন উদান্ত সিং।
২০১৮-র পরেই প্ৰথম পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল ভারত। সেবার সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল পড়শি দেশকে। এবার তার থেকেও বড় ব্যবধানে জয় পেল সুনীল ছেত্রীর টিম ইন্ডিয়া।
পাকিস্তানের গোলকিপার সাকিব হানিফের ভুলে সুনীল ছেত্রী ম্যাচের ১০ মিনিটেই ভারতকে এগিয়ে দেন। সেই সময় বক্সের ধার থেকে স্পট কিকে বল ক্লিয়ার করতে গিয়েছিলেন পাক গোলকিপার। তবে সেই বল কিক করতে গিয়ে মিস করে বসেন হানিফ। বক্সের কাছেই ওত পেতে থাকা সুনীল ছেত্রী সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে যান।
আরও পড়ুন: মাঠেই মারামারি ভারত-পাক ফুটবলারদের! ৫ বছর পর মাঠে নেমেই হাতাহাতি, দেখুন উত্তপ্ত ভিডিও
১৬ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করেন ক্যাপ্টেন সুনীল। অনিরুদ্ধ থাপার শট বক্সের মধ্যে মামুন মুসা খানের হাত স্পর্শ করার পরেই পেনাল্টি দেওয়া হয় ভারতের পক্ষে। স্পট কিক থেকে বিন্দুমাত্র ভুল করেননি ছেত্রী।
৭৪ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করে যান সুনীল। ডান দিক থেকে তীব্র গতিতে উঠে আসা সুনীলকে সামলাতে পারেননি পাকিস্তানি ডিফেন্ডার। বক্সের মধ্যেই ফাউল করে থামাতে হয় সুনীলকে। প্রাপ্ত পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে যান তিনি। সবমিলিয়ে ১৩৮ আন্তর্জাতিক ম্যাচে সুনীলের মোট গোলসংখ্যা দাঁড়াল ৯০-এ।
৮০ মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোল করে যান উদান্ত সিং। আনোয়ার আলি দারুণভাবে বল রেখেছিলেন উদান্ত সিংকে লক্ষ্য করে। অফসাইডের ট্র্যাপ এড়িয়ে পাক গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ করে জালে বল জড়ান বেঙ্গালুরুর এফসিতে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া তারকা।