Advertisment

মারিনের কাছে হেরে দেশে ফিরছেন সাইনা

শনিবার মালয়েশিয়া মাস্টার্সে শেষ হয়ে গেল সাইনা নেহওয়ালের পথ। বিশ্বের চার নম্বর ক্যারোলিনা মারিনের কাছে হেরেই টুর্নামেন্টের শেষ চার থেকেই বিদায় নিতে হচ্ছে দেশের অলিম্পিক পদক জয়ী শাটলারকে। এদিন মারিনের পক্ষে ফল ১৬-২১, ১৩-২১।

author-image
IE Bangla Web Desk
New Update
At 83rd Senior National Badminton Championship, Saina refuses to play on ‘poor playing surface’

জাতীয় চ্যাম্পিয়নশিপের কোর্ট দেখেই ফিরে গেলেন সাইনা-কাশ্যপ

শনিবার মালয়েশিয়া মাস্টার্সে শেষ হয়ে গেল সাইনা নেহওয়ালের পথ। বিশ্বের চার নম্বর ক্যারোলিনা মারিনের কাছে হেরেই টুর্নামেন্টের শেষ চার থেকেই বিদায় নিতে হচ্ছে দেশের অলিম্পিক পদক জয়ী শাটলারকে। এদিন মারিনের পক্ষে ফল ১৬-২১, ১৩-২১।

Advertisment

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন মারিন এদিন মুখ তুলতেই দেননি সাইনাকে। মহিলাদের সিঙ্গলের সেমিফাইনালে মাত্র ৪০ মিনিটের লড়াইয়ে জয় ছিনিয়ে আনেন মারিন। ফাইনালে মারিন থাইল্যান্ডের রাটচানক ইন্টানন বা মালয়েশিয়ার গো জিন উইর বিরুদ্ধে খেলবেন।

আরও পড়ুন: ব্যাডমিন্টনেই প্রেম, গাঁটছড়া বাঁধলেন সাইনা-কাশ্যপ

শুক্রবার সাইনা জাপানের নোজোমি ওকুহারাকে স্ট্রেইট সেটে হারিয়ে শেষ চারের টিকিট পাকা করেছিলেন।এর আগে  ওকুহারার সঙ্গে আটবারের সাক্ষাতেই সাইনাকে হারতে হয়েছিল। কিন্তু এবার দুর্দান্ত খেলে জয় পান তিনি। অন্যদিকে দেশের পুরুষ শাটলার কিদাম্বি শ্রীকান্তও এই টুর্নামেন্ট থেকে ছিটকে যান। ফলে সাইনার ওপরই দেশবাসীর যাবতীয় আশা ছিল। মারিনের কাছে বরাবরই বেগ পেতে হয়েছে ভারতের দুই স্টার শাটলার সাইনা ও পিভি সিন্ধুকে। আবারও তার প্রমাণ মিলল এদিন।

সাইনা ম্যাচের পর টুইট করেছেন এদিন। তিনি লিখেছেন, "একেবারেই ভাল খেলতে পারিনি এই ম্যাচে। কিন্তু আগামী সপ্তাহে ভাল খেলার চেষ্টা করব। অসাধারণ খেলেছে ক্যারোলিনা মারিন। ওকে অনেক শুভেচ্ছা। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ইন্দোনেশিয়ান ওপেন। সেই টুর্নামেন্টের দিকেই তাকিয়ে আছি।"

Saina Nehwal Badminton
Advertisment