Saina Nehwal announces Seaparation from Parupalli Kashyap: চরম দুঃসংবাদ। বিয়ে ভাঙল ব্যাডমিন্টনের তারকা দম্পতি সাইনা-কাশ্যপের। ভারতের ব্যাডমিন্টন তারকা ও অলিম্পিক মেডেলজয়ী সাইনা নেহওয়াল (Saina Nehwal) এবং তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপ (Parupalli Kashyap) একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ দিনের সম্পর্কে থাকার পর দু’জনের বিয়ে হয়েছিল ২০১৮ সালের ১৪ ডিসেম্বর। সাত বছর পর দুজনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। স্বামীর সঙ্গে আলাদা হওয়ার কথা সাইনা নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছেন।
স্বামীর থেকে আলাদা হওয়া নিয়ে কী বললেন সাইনা?
স্বামী পারুপল্লি কাশ্যপের থেকে আলাদা হওয়ার ঘোষণা করে সাইনা নেহওয়াল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘জীবন কখনও কখনও আমাদের আলাদা পথে নিয়ে যায়। অনেক ভাবনা-চিন্তার পর, আমি আর পারুপল্লি কাশ্যপ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
স্মৃতির জন্য কৃতজ্ঞতা, ভবিষ্যতের জন্য শুভেচ্ছা…
সাইনা আরও লিখেছেন, ‘আমরা একে অপরের জন্য শান্তি, উন্নতি আর সুস্থতা বেছে নিচ্ছি। এই সুন্দর স্মৃতিগুলোর জন্য আমি কৃতজ্ঞ আর ভবিষ্যতের জন্য কেবল শুভকামনাই জানাই।’
ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ
৩৫ বছর বয়সী এই ব্যাডমিন্টন তারকা কঠিন সময়ে কাশ্যপ ও তাঁর ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর জন্য ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন। সায়নার ইনস্টাগ্রাম স্টোরির বক্তব্য দেখে নিন-
ফিটনেসের কারণে ব্যাডমিন্টন থেকে দূরত্ব…
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে একটি পডকাস্টে নিজের খেলার কথা বলতে গিয়ে সাইনা বলেছিলেন, ‘আমার হাঁটুর অবস্থা ভাল নয়। আমার আর্থ্রাইটিস হয়েছে। কার্টিলেজও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দিনে আট-নয় ঘণ্টা খেলার অনুশীলন চালিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে গেছে।’
কোর্টে এক সময়ের কিংবদন্তি দম্পতি
সাইনা নেহওয়াল ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তিন-তিনবার অলিম্পিকে অংশগ্রহণকারী সাইনা প্রথম ভারতীয় শাটলার হিসেবে অলিম্পিকে পদক জেতেন। ২০১০ এবং ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও তিনি স্বর্ণপদক জিতেছিলেন। তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপও ব্যাডমিন্টনের একজন জনপ্রিয় তারকা।
ব্যাডমিন্টন কেরিয়ারে সাইনার প্রাপ্তি
হরিয়ানার মেয়ে সাইনা ২০০৮ সালে বি.ডব্লিউ.এফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ জিতে সকলের নজর কাড়েন। ২০০৯ সালে তিনি বি.ডব্লিউ.এফ সুপার সিরিজ জেতা প্রথম ভারতীয় হন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে তিনি অর্জুন পুরস্কার এবং ২০১০ সালে রাজীব গান্ধী খেলরত্ন সম্মান পান।
২০১৪ কমনওয়েলথ গেমসে কাশ্যপের সোনাজয়
৩৮ বছর বয়সী পারুপল্লি কাশ্যপ ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। এছাড়া আরও অনেক বড় প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। কাশ্যপ কিংবদন্তি প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোন ও পুল্লেলা গোপীচাঁদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সাইনা বিশ্বের এক নম্বর র্যাঙ্কিং পাওয়া একমাত্র ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে সম্মানিত।
ব্যাডমিন্টনে পারুপল্লি কাশ্যপের অবদান
কাশ্যপ অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ওঠা প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড়। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে তিনি এই সাফল্য পেয়েছিলেন। ২০১৩ সালে তিনি কেরিয়ারের সেরা র্যাঙ্কিং ছয় নম্বরে পৌঁছেছিলেন। তবে চোট-আঘাতের কারণে তিনি ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।