/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/Saina-Nehwal-2.jpg)
Asian Games 2018: সাইনার ব্রোঞ্জে এশিয়াডে ভারতের ইতিহাস
এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেলেন সাইনা নেহওয়াল। লিখলেন ইতিহাস। গতকালই এশিয়াডের সেমিফাইনালে উঠে নজির গড়েছিলেন সাইনা। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত করেছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর।
Our #TOPSAthlete@NSaina wins a BRONZE!
Our champion shuttler wins a????in the Badminton women’s singles.
It’s the 28 yr-old’s first medal in an individual event at this tourney.
Well deserved,Saina! #SAI#IndiaAtAsianGames#Badminton@BAI_Media#AsianGames2018#KheloIndia???????? pic.twitter.com/zPGFxVAKPp— SAIMedia (@Media_SAI) August 27, 2018
সোমবার বিশ্বের এক নম্বর তাই জু ইংয়ের কাছে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল হায়দরবাদের এই শাটলারকে। এই নিয়ে চিনা তাইপেই প্রতিদ্বন্দ্বীর কাছে টানা দশম হার স্বীকার করলেন সাইনা। বিশ্বের এক নম্বর তাই জু’র সঙ্গে ৩৬ মিনিটের লড়াইটা ভালই জমেছিল সাইনার। কিন্তু দেশের অলিম্পিক পদকজয়ী ও বিশ্বের দশ নম্বর সাইনাকে শেষ পর্যন্ত ম্যাচটা হারতে হয়। তাই জু’র পক্ষে ফল ১৭-২১ ১৪-২১।
আরও পড়ুন: এশিয়াডে ইতিহাস লিখে পদক নিশ্চিত করলেন সাইনা
এশিয়ান গেমসে ব্যাডমিন্টন থেকে এর আগে কোনও মহিলাই পদক পাননি। সেটাই করে দেখালেন সাইনা। ১৯৮২-তে শেষবার সইদ মোদী পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন। ৩৬ বছর পর এই খেলা থেকে পদকপ্রাপ্তি হল ভারতের।
সেমিফাইনালে ওঠার রাস্তায় বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় ইস্তানন রাতচানককে হারান সাইনা। প্রথম গেমে ৩-৮ পিছিয়ে থেকেও থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী রাতচানককে ২১-১৮, ২১-১৬ হারান গোপীচাঁদের শিষ্যা। ৪২ মিনিটের লড়াইয়ে সানিয়া ধরাশায়ী করেছিলেন তাঁকে। সম্প্রতি রাতচানকের বিরুদ্ধে সাইনার রেকর্ড রীতিমতো ভাল। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ইন্দোনেশিয়ান মাস্টার্সের পর এবার এশিয়াডেও তাঁকে হারালেন। শেষ পাঁচবারের সাক্ষাতেই চারবারই হাসি মুখে কোর্ট ছেড়েছেন সাইনা।