Advertisment

CWG 2018: সাইনার সোনা, সিন্ধুর রুপো

কমনওয়েলথ গেমসের শেষদিনে মহিলা ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা রুপো দুইই ভারতের দখলে। সোনা পেলেন সাইনা, রুপো পেলেন সিন্ধু। পুরুষদের সিঙ্গলসে রুপো পেলেন কিদাম্বি শ্রীকান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
Saina wins gold

CWG 2018: সাইনার সোনা, সিন্ধুর রুপো

রবিবাসরীয় গোল্ড কোস্টের সকালটা জমিয়ে দিলেন দুই ভারতীয় শাটলার। এদিনই চলতি কমনওয়েলথের অন্তিম দিন। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস ইভেন্টে নেমেছিলেন দেশের দুই কন্যা। সাইনা নেহওয়ালের সঙ্গে লড়লেন পিভি সিন্ধু। একই রাজ্যের একই গুরুর দুই শিষ্য়ার সন্মুখ সমরে শেষ হাসি হাসলেন সাইনা। দুর্দান্ত খেলে সিন্ধুকে হারিয়ে দিলেন তিনি। সাইনা জিতলেন ২১-১৮, ২৩-২১ ব্যবধানে। এদিন শুরু থেকেই সাইনার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছিলেন না সিন্ধু। পুরো ম্যাচে এতটাই ভাল খেলেছেন সাইনা। এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি একটাই। সোনা ও রুপো দুটোই ভারতের ঝুলিতেই এল।

Advertisment

অন্যদিকে টেবিল টেনিসের মিক্সড ডাবলসের ফাইনালে মণিকা বাত্রা ও জি সাথিয়াঁ হারিয়ে দিলেন শরথ কমল ও মৌমা দাসকে। ভারতের দখলে এসেছে ব্রোঞ্জ পদক।

এদিন পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে লি চং উইয়ের বিরুদ্ধে নেমেছিলেন কিদাম্বি শ্রীকান্ত। বিশ্বের এক নম্বর শ্রীকান্ত হেরেই বসলেন মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে। স্বর্ণ পদক ম্যাচে শ্রীকান্তকে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল। লি-র পক্ষে ফল ১৯-২১ ২১-১৪ ২১-১৪।

শরথ কমল দুরন্ত খেলে ব্রোঞ্জ জিতলেন। ইংল্যান্ডের স্যামুয়েল ওয়াকারকে হারিয়ে দিলেন তিনি। ৪-১ জিতলেন শরথ। শরথের পক্ষে ফল ১১-৭, ১১-৯, ৯-১১, ১১-৬, ১২-১০।

জোৎস্না চিনাপ্পা ও দীপিকা পাল্লিকল নেমেছিলেন স্কোয়াশের মহিলা ডাবলসে। ফাইনাল ইভেন্টে কোর্টে কামাল দেখিয়ে ভারতের রুপোর পদক বাড়ালেন তাঁরা।

গতকাল ভারতের ঝুলিতে ছিল ২৫টি সোনা সহ-৫৯টি পদক

CWG 2018
Advertisment