মিডিয়ার প্রতি ক্ষোভ উগরে দিলেন সাক্ষী

ধোনি পত্নী কোন নির্দিষ্ট কারণে সংবাদমাধ্যমের প্রতি তোপ দেগেছেন তা স্পষ্ট নয়। তবে অনুমান করোনায় ত্রাণ হিসাবে ধোনির খবর প্রচারমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই...

ধোনি পত্নী কোন নির্দিষ্ট কারণে সংবাদমাধ্যমের প্রতি তোপ দেগেছেন তা স্পষ্ট নয়। তবে অনুমান করোনায় ত্রাণ হিসাবে ধোনির খবর প্রচারমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই...

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সাক্ষী- ধোনি। ফাইল চিত্র।

৮০০ কোটির মালিক হয়ে ধোনি মাত্র ১ লক্ষ টাকা ত্রাণ তহবিলে দিয়েছেন। সংবাদমাধ্যমে এমন খবর প্রচার পাওয়ার পরই ধোনির প্রতি ক্ষোভ ব্যক্ত করেছিলেন নেটিজেনরা। ঝাঁজালো আক্রমণে ভক্তরাই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন।

Advertisment

তারপরেই এবার সংবাদ মাধ্যমের প্রতি তোপ দাগলেন সাক্ষী ধোনি। সরাসরি টুইটার পোস্টে জানিয়ে দিলেন, "সংবেদনশীল এই সময়ে প্রত্যেক মিডিয়া হাউসের প্রতি অনুরোধ করছি ভুয়ো খবর পরিবেশন করবেন না। তোমাদের লজ্জা হওয়া উচিত। আমি বিস্মিত হই দায়িত্বশীল সাংবাদিকতা কোথায় গেল!"

ধোনি পত্নী কোন নির্দিষ্ট কারণে সংবাদমাধ্যমের প্রতি তোপ দেগেছেন তা স্পষ্ট নয়। তবে ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান করোনায় ত্রাণ হিসাবে ধোনির খবর প্রচারমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই সমালোচনার নিশানা হয়েছেন তিনি। সেই প্রেক্ষিতেই হয়তো সাক্ষীর এই টুইট।

গোটা বিশ্ব আপাতত করোনার প্রকোপে স্তব্ধ। স্বেচ্ছা নির্বাসন বেছে নেওয়ার আবেদন জানানো হয়েছে নাগরিকদের প্রতি। আপাতত ২১ এপ্রিল পর্যন্ত ভারত-বন্ধ।

Advertisment

আর এই লক ডাউনের জেরেই সমস্যায় পড়েছেন অগুনিত দরিদ্র দিন আনা দিন যাপনের নাগরিকরা।

স্বল্প উপার্জনকারী নাগরিকরা যেন এই লক ডাউন মধ্যবর্তী সময়ে সমস্যায় না পড়েন সেই জন্য ত্রাণ তহবিল খোলা হয়েছে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রের পক্ষ থেকে।

সেই ত্রাণ প্রকল্পে সাধ্যমত দান করেছেন সেলেবরা।

কিছুদিন আগে পুনের এক এনজিওর মাধ্যমে ১ লক্ষ টাকা অনুদান হিসেবে দিয়েছেন তারকা ক্রিকেটার। এমন খবর একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল।

একাধিক প্রতিবেদনে লেখা হয়েছিল, গোটা দেশে কেরালার পরেই করোনার ভয়াবহতা বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যের পুনেতে করোনার থাবা লোকের প্রাণ কেড়ে নিয়েছে। পুনের দরিদ্রদের জন্যই মুকুল মাধব ফাউন্ডেশনের মাধ্যমে টাকা তোলা হচ্ছে। সেই ফাউন্ডেশনের মাধ্যমে ১২.৫ লক্ষ টাকা ত্রাণ হিসাবে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। সেখানেই একটি ওয়েবসাইটের মাধ্যমে ত্রাণ দেন মাহি। এমনটাই বলা হয়েছিল।

তারপরেই নেটিজেনদের সমালোচনার শিকার হন তিনি।

cricket MS DHONI coronavirus