Advertisment

পকসো আইনে প্রথমেই কেন গ্রেফতার নয়? ব্রিজভূষণের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সাক্ষী মালিকের

গতকালই পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ

author-image
IE Bangla Sports Desk
New Update
Sakshi Malik, Brij Bhushan Sharan Singh, Brij Bhushan sexual harassment, Brij Bhushan police complaint, women wrestlers, BJP MP, Wrestling Federation of India, WFI president, Wrestling News, Sports News, Indian Express

"পকসো আইনে ম্যাজিস্ট্রেটের সামনে নাবালক কুস্তিগীরের প্রথম বক্তব্য রেকর্ড করার সময়ই ব্রিজ ভূষণকে যদি গ্রেফতার করা হত তাহলে নাবালক তার অভিযোগ কখনই প্রত্যাহার করতেন না। অন্য মেয়েরাও এগিয়ে এসে অভিযোগ করত (যৌন হয়রানির বিষয়ে)"। দিল্লি পুলিশের পেশ করা চার্জশিট নিয়ে বিবৃতি দেওয়ার সময় সাক্ষী মালিক ওই নাবালক কুস্তিগীরের অভিযোগ প্রত্যাহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ওই নাবালক কুস্তিগীরকে নানান ভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। সাক্ষী এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, আদালতকে এবার সিদ্ধান্ত নিতে হবে ব্রিজভূষণের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত।”

Advertisment

গতকালই পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে চার্জশিট দাখিল করেছে, দিল্লি পুলিশ ব্রিজ ভূষণের বিরুদ্ধে POCSO মামলা বাতিলের সুপারিশ করেছে যেহেতু নাবালক কুস্তিগীর তার অভিযোগ প্রত্যাহার করেছেন।

৭ জুন, ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন, কেন্দ্রীয় মন্ত্রী কুস্তিগীরদের আশ্বাস দেন ১৫ জুনের মধ্যে পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে। এরপর কুস্তিগীররা তাদের বিক্ষোভ ১৫ জুন পর্যন্ত স্থগিত করতে সম্মত হয়। দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর-এর ভিত্তিতে চার্জশিট পেশ করেছে। চার্জশিটে পুলিশ WFI প্রধানের বিরুদ্ধে কুস্তিগীরদের লাঞ্ছনা, মহিলার শালীনতাকে ক্ষুন্ন করার একাধিক ধারায় চার্জশিট দাখিল করেছে।

দিল্লি পুলিশের তরফে এই বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে ‘কুস্তিগীরদের এফআইআর-এর প্রেক্ষিপ্তে, তদন্ত শেষ হওয়ার পরে, আমরা অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে 354, 354A, 354D IPC এবং 109, 354, 354A, 506 IPC ধারার অধীনে অপরাধের জন্য একটি চার্জশিট দাখিল করছি’৷

সেই সঙ্গে দিল্লি পুলিশ পাটিয়ালা হাউস কোর্টে ব্রিজভূষণের বিরুদ্ধে নাবালক কুস্তিগীরকে যৌন হেনস্থার মামলা বাতিলের প্রতিবেদন দাখিল করেছে এবং পরবর্তী শুনানির তারিখ ৪ঠা জুলাই।

এই বিষয়ে দিল্লি পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, “পকসো বিষয়ে, তদন্ত শেষ হওয়ার পরে, আমরা ১৭৩ সিআর পিসি ধারার অধীনে আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছি যাতে অভিযোগকারীর বিবৃতির ভিত্তিতে মামলা বাতিল করার অনুরোধ করা হয়েছে “।

সূত্রের খবর অনুযায়ী, নাবালক কুস্তিগীর ইতিমধ্যেই যৌন হেনস্থার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন এবং তার বক্তব্য প্রত্যাহার করেছেন। ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া প্রথম জবানবন্দিতে নাবালিকা যৌন হয়রানির কথা বলেছিল। দ্বিতীয় বিবৃতিতে, তিনি, অভিযোগ প্রত্যাহার করে বলে্ন, ‘কঠোর পরিশ্রমের পরও আমাকে নির্বাচিত না করায় আমি বিষণ্নতায় ছিলাম, তাই আমি ব্রিজভূষণের ওপ্র রাগ করে যৌন হয়রানির মামলা দায়ের করেছি।”

সাক্ষী দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন,"নাবালকের প্রথম বয়ানের পরই যদি ব্রিজভূষণকে গ্রেফতার করা হত তাহলে তিনি তার অভিযোগ প্রত্যাহার করতেন না। সেই সঙ্গে অন্য মেয়েরাও ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করার সাহস দেখাতে পারত, সকলেই এগিয়ে আসত"। তিনি আরও বলেন, 'চার্জশিট নিয়ে আমরা আমাদের আইনি দলের সঙ্গে পরামর্শ করব এবং চার্জশিটের বিষয়বস্তু মূল্যায়ন করব। এরপর আমরা ভবিষ্যৎ-এ কী করণীয় সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ব্রিজ ভূষণকে গ্রেফতার করা হলেই যৌন হয়রানির শিকার মহিলা কুস্তিগীররা ন্যায়বিচার পাবেন,”।

আরেকজন কুস্তিগীর, নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছেন, চার্জশিট খতিয়ে দেখার পরই তারা তাদের করার ভবিষ্যত পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সেই সঙ্গে আসন্ন কুস্তিগীর এশিয়ান গেমসে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন কুস্তিগীররা।

Brij Bhushan Sharan Singh
Advertisment