/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/msd-1.jpg)
বিমানবন্দরের মেঝেতেই ঘুমিয়ে পড়লেন ধোনি-সাক্ষী (ছবি-টুইটার)
মহেন্দ্র সিং ধোনিকে প্রায়শই দেখা যায় যে, তিনি বিমানবন্দরেই একটু গা এলিয়ে নিচ্ছেন। কখনও বা পা ছড়িয়ে বসে পড়েন তো কখনও টানটান হয়ে শুয়ে পড়েন বিমানবন্দরের মেঝেতেই। সতীর্থদের সঙ্গে সফর করার ফাঁকে এভাবেই রিল্যাক্স করেন ক্য়াপ্টেন কুল। টিম ভারতীয় দল হোক বা চেন্নাই সুপার কিংস। ধোনির বিমানবন্দরে বিশ্রাম নেওয়ার ছবি প্রায়শই খবরের শিরোনামে আসে।
এবার শুধু ধোনিই খবরে আসলেন না। এলেন তাঁর স্ত্রী সাক্ষীও। বুধবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন। সেখানে দেখা যাচ্ছে ধোনি এবং সাক্ষী বিমানবন্দরের মেঝেতেই একটু ঘুমিয়ে নিলেন। পোশাকি ভাষায় এটাকে 'পাওয়ার ন্য়াপ' বলা যেতে পারে। ধোনি তাঁর পিঠের ফৌজি প্রিন্টের ব্য়াকপ্যাকটাকেই মাথার বালিশের বিকল্প হিসেবে ব্যবহার করেছেন। তিনি লিখেছেন, "আইপিএলের সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়ার পর সকালে ফ্লাইট থাকলে এটাই হয়।" আর এই ছবি সোশালে শেয়ারও হচ্ছে দেদার।
View this post on InstagramAfter getting used to IPL timing this is what happens if u have a morning flight
A post shared by M S Dhoni (@mahi7781) on
আরও পড়ুন: চেন্নাইয়ের কাছে সাত উইকেটে হারল কলকাতা
গতকাল চেন্নাই তাদের ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে কলকাতার সঙ্গে খেলেছিল। একপেশে এই ম্য়াচের ধোনির সিএসকে দীনেশের নাইটদের সাত উইকেটে হারিয়ে দেয়। আর এই জয়ের সুবাদেই কলকাতাকে সরিয়ে একে চলে আসে সিএসকে। ধোনিদের পরের স্টেশন রাজস্থান। আগামিকাল জয়পুরে অজিঙ্ক রাহানের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবেন তাঁরা। এরপর আগামী রবিবার ফের কলকাতার মুখোমুখি হবে চেন্নাই। এবারের ভেন্যু ইডেন গার্ডেন্স।