বিতর্কের দাবানল জ্বালিয়ে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ব্যর্থতাকে ঢাল করতে গিয়ে মহারাজ এক সাক্ষাৎকারে বলে দিয়েছিলেন, ওয়ার্ল্ড কাপ জেতার থেকে আইপিএল জেতা অনেক বেশি কঠিন। এরপরেই সৌরভের সমালোচনা শোনা গেল স্বয়ং পাক তারকা সালমান বাটের গলায়।
নিজের ইউটিউব চ্যানেলে পাক তারকা সটান বলে দিলেন, লিগ ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের কোনও তুলনায় হয় না। "অনেকেই সৌরভের মন্তব্যের প্রেক্ষিতে আমার মতামত চাইছেন। সৌরভ বলেছেন আইপিএল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের থেকেও বেশি কঠিন। এই মন্তব্যের কোনও পাল্টা প্রতিক্রিয়া দেব না। একজন বিশ্বমানের ক্রিকেটার এবং ক্যাপ্টেন যে এরকম মন্তব্য করবেন, সেটাই অপ্রত্যাশিত।"
"লিগ ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের মধ্যে কোনও তুলনাই হয় না। দূর দূর কোনও সম্পর্ক নেই। টেস্টই আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোৎকৃষ্ট চূড়া। অন্যদিকে, লিগ ক্রিকেট অনেকটা স্থানীয় স্তরের ক্রিকেট। যেখানে সাতজন লোকাল প্লেয়ার এবং চারজন পেশাদারি ক্রিকেটার খেলেন। আমার কাছে তো তুলনার কোনও জায়গাই নেই।"
"এটা নিয়ে অহেতুক আলোচনা, বিতর্ক করা হচ্ছে। যে কোনও ক্রিকেটার এমনটাই বলবেন। আসলে এমব মন্তব্য শুনে আমি নিজেই বিস্মিত। ও বলতেই পারত, এটা কঠিন। টানা টি২০ ক্রিকেট দেখার পর, টেস্ট ম্যাচ দেখা একটু কষ্টকর বটে!" বলে দেন বাট।
এর আগে সৌরভ ক্যাপ্টেন রোহিতের পাশে দাঁড়িয়েছেন। বার্তা দিয়েছেন, বিরাট কোহলি সরে যাওয়ার পর রোহিত-ই সমস্ত ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার জন্য সবথেকে উপযুক্ত ছিলেন।
লরোহিতের নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেছেন মহারাজ, “সেই সময় রোহিতই নেতা হওয়ার সেরা বিকল্প ছিল। ও পাঁচটা আইপিএল জিতেছে। যখনই ওঁকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এশিয়া কাপের মত টুর্নামেন্টে, ও জিতে প্রমাণ করেছে নিজেকে। হেরে গেলেও ও এবারও কিন্তু নেতৃত্ব দিয়ে দলকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছে। আমরা বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছেছি। ২০২১-এর আগে আমরা এমনকি নকআউটের জন্যও কোয়ালিফাই করতে পারিনি। রোহিতের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একমাত্র ও এবং এমএস ধোনিই পাঁচবার করে আইপিএল জিতেছে। যেটা অন্য কেউ পারেনি।”
Read the full article in ENGLISH