আইপিএলে ভারতীয় তারকাদের দাপট। তা সত্ত্বেও আন্তর্জাতিক মঞ্চে সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স একদমই আশাপ্রদ নয়। এশিয়া কাপের ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন সিরিজের প্ৰথম টি২০-তেই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে।
Advertisment
এমন অবস্থায় ভারতের পারফরম্যান্সের কাটাছেঁড়া করতে বসে পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন সালমান বাট ভারতের ফিটনেস নিয়ে মুখ খুলেছেন। বলে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিকাংশ তারকার ওজন বেশি।
নিজের ইউটিউব চ্যানেলে সালমান বাট বলে দিয়েছেন, "ভারতীয় ক্রিকেটারদের বেতন বিশ্বে সবথেকে বেশি। ওঁরা বেশি সংখ্যক ম্যাচ খেলে। তা সত্ত্বেও ওঁরা কেন ফিট নয়, কারণ জানাও? শারিরীক গঠন বিবেচনা করলে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ক্রিকেটাররা অনেক এগিয়ে। এমনকি বেশ কিছু এশিয়ান দলও ভারতের থেকে ভাল। বেশ কিছু ভারতের ক্রিকেটারের ওজন অনেকটাই বেশি। ওঁরা দারুণ ক্রিকেটার, তাই ফিটনেস নিয়ে ওঁদের খাটতেই হবে।"
এখানেই না থেমে সালমান বাট আরও বলেছেন, "অন্য কেউ এই বিষয়ে মুখ খুলবে কিনা জানি না, তবে আমার মতে টিম ইন্ডিয়ার ফিটনেস মোটেই ঠিকঠাক নেই। ফিল্ডিংয়ের সময় বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারের ফিটনেস প্রত্যাশিত পর্যায়ে নেই। বিরাট কোহলি নিজে দৃষ্টান্ত স্থাপন করেছে বাকিদের সামনে। রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়াও যথেষ্ট ফিট। তবে রোহিত শর্মা, কেএল রাহুলের মত শ্লথগতির বেশ কয়েকজন রয়েছে। ঋষভ পন্থও। ওঁরা যদি ফিট হয়, আরও বিপজ্জনক হয়ে উঠবে।"
ঘটনা হল, টিম ইন্ডিয়ার নির্বাচনের জন্য অন্যতম মাপকাঠি হল ফিটনেস। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েই জাতীয় দলে খেলার সুযোগ পান তারকারা। ইয়ো ইয়ো টেস্টে সন্তোষজনক পারফরম্যান্স করলেই মেলে একমাত্র খেলার ছাড়পত্র। অতীতে সঞ্জু স্যামসন সহ একাধিক তারকা ফিটনেস টেস্টে পাস না করতে পারায় সুযোগ পেয়েও বাদ পড়েছেন।
যাইহোক, প্ৰথম টি২০-তে ভারতের সামনে হতাশা হিসাবে হাজির হয়েছে শোচনীয় ডেথ ওভার বোলিং। জসপ্রীত বুমরা খেলেননি। তবে হর্শল প্যাটেল, ভুবনেশ্বর কুমাররা শেষের ওভারে যেভাবে রান বিলিয়ে ম্যাচ হাতছাড়া করেছেন, তাতে বিশ্বকাপের আগে আরও চিন্তা বাড়বে টিম ম্যানেজমেন্টের।