Advertisment

শাহরুখকে টেক্কা দিতে এবার ফ্র্যাঞ্চাইজি মালিক সালমান, গেইল খেলবেন ভাইজানের দলে

গল ফ্র্যাঞ্চাইজির মালিকানা পিএসএলের কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্সের। তবে অন্য দলের মালিকানা কাদের, তা এখনো স্পষ্ট নয়। গোটা টুর্নামেন্টের মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহির প্রবাসী ভারতীয় অনিল মোহনের আইপিজি সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শাহরুখ খান ক্রিকেট বাণিজ্যে আগেই পা রেখেছিলেন কেকেআর, ত্রিনবাগো নাইট রাইডার্সের মত দল কিনে। এবার শাহরুখের পথেই পা বাড়াল সালমান খান। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের ক্যান্ডি টাসকার্স ফ্রাঞ্চাইজি কিনে নিল বলিউডের ভাইজান। লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে নভেম্বরের ২১ তারিখ থেকে। শেষ হবে ডিসেম্বরের ১২ তারিখ চলতি সপ্তাহেই ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়।

Advertisment

লঙ্কান প্রিমিয়ার লিগের বিনিয়োগ করেছে সোহেল খান ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম নামক সংস্থা। যেখানে শেয়ার রয়েছে সালমান খান, পিতা সেলিম খানের। টাইমস অফ ইন্ডিয়াকে খান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, লঙ্কান প্রিমিয়ার লিগের সম্ভবনাময় হওয়ায় সেখানে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আরো পড়ুন: ধোনিরা একদম ভেঙে পড়েছেন, সিএসকে নিয়ে ভয়ঙ্কর সত্য ফাঁস কোচ ফ্লেমিংয়ের

সালমান খানের ভাই সোহেল খান জানিয়েছেন, "লিগের ক্রিকেটারদের মান, ফ্যানদের প্যাশন, সবকিছু মিলিয়ে এই লিগের যথেষ্ট প্রতিশ্রুতি রয়েছে।" জানা গিয়েছে, সালমান খান ক্যান্ডির সব ম্যাচেই হাজির থাকবেন।

প্রথমবারের লঙ্কান প্রিমিয়ার লিগে পাঁচটি দল রয়েছে- কলম্বো কিংস, ডাম্বুলা হকস, গল গ্লাডিয়েটর্স, জাফনা স্টালিয়ন এবং ক্যান্ডি টাসকার্স। সালমান খানের ক্যান্ডি দলে রয়েছেন ক্রিস গেইল, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ, কুশল মেন্ডিসের মত তারকারা।

ড্রাফটে গেইলের মত তারকাকে পেয়ে উছ্বসিত সোহেল খান। জানালেন, "গেইল হলেন বস! তবে আমাদের গোটা দলটাই দারুণ হয়েছে। কুশল পেরেরা আমাদের লোক্যাল আইকন। তবে স্কোয়াডে কুশল মেন্ডিস, ওয়াহাব রিয়াজ, নুয়ান প্রদীপ, লিয়াম প্লাঙ্কেটের মত ক্রিকেটাররাও রয়েছেন। দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ রয়েছে।"

গল ফ্র্যাঞ্চাইজির মালিকানা পিএসএলের কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্সের। তবে অন্য দলের মালিকানা কাদের, তা এখনো স্পষ্ট নয়। গোটা টুর্নামেন্টের মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির প্রবাসী ভারতীয় অনিল মোহনের আইপিজি সংস্থা।

তিনিই টুর্নামেন্টে সালমান খানের যোগ নিয়ে বলে দিলেন, "টুর্নামেন্টে শুধুমাত্র গ্ল্যামার সংযোজন করাই নয়, উনি খেলার প্রতি প্রচন্ড প্যাশনেট।"

লঙ্কান প্রিমিয়ার লিগে আর যে সমস্ত তারকারা যোগ দিচ্ছেন তাঁরা হলেন, শোয়েব মালিক (জাফনা স্টালিয়ন), ডেভিড মিলার, কার্লোস ব্রেথওয়েট (ডাম্বুলা হকস), আন্দ্রে রাসেল, ফাফ ডুপ্লেসিস, এঞ্জেলো ম্যাথিউজ (কলম্বো কিংস), লাসিথ মালিঙ্গা, শাহিদ আফ্রিদি, কলিন ইনগ্রাম, মহম্মদ আমের (গল গ্ল্যাডিয়েটর্স)।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

salman khan Sri Lanka
Advertisment