scorecardresearch

ইস্টবেঙ্গল কাঁপাতে আসছেন ভাইজান! সেরার সেরা অনুষ্ঠানের টিকিট কীভাবে পাবেন, জানুন বিস্তারিত

ভাইজানের পা পড়ছে লাল-হলুদে

ইস্টবেঙ্গল কাঁপাতে আসছেন ভাইজান! সেরার সেরা অনুষ্ঠানের টিকিট কীভাবে পাবেন, জানুন বিস্তারিত

ঈদের বাজার কাঁপাচ্ছে ‘কিসিকি ভাই, কিসিকি জান’! সেই ভাইজানের এবার ইস্টবেঙ্গলে পা রাখার দিনক্ষণ ঠিক হয়ে গেল। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সোমবার সরকারি বিবৃতিতে জানিয়ে দেওয়া হল আগামী ১৩ মে লাল হলুদে পদার্পন ঘটতে চলেছে বলিউডের ভাইজানের। ইস্টবেঙ্গলে এর আগে পা পড়েছিল অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহার। কয়েক বছর আগের রুপোলি পর্দার সেই স্মৃতি ফিরিয়ে আনতেই এবার রঙিন রাত। সালমান খানের সৌজন্যে। ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপনের প্ল্যানিং অতিমারীর কারণে ধাক্কা খেয়েছিল। তবে করোনা পিছু হটতেই এবার সাড়ম্বরে শুরু হয়েছে সেই পরিকল্পনা।

এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তত্ত্বাবধানে রুপোলি রাত এবার ইস্টবেঙ্গলে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেগা অনুষ্ঠানের বিষয়ে অগ্রিম জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর তরফে সবুজ সংকেত মিলেছে অনুষ্ঠানের।

তবে সালমান খান একাই নন, মঞ্চ কাঁপাবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভু দেবা, গুরু রানধাওয়া, আয়ুশ শর্মা, কামাল খান সহ একের পর এক বলি তারকারা।

লাল হলুদ ক্লাবের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, শহরের বেশ কিছু আউটলেট করা হবে। যেখান থেকে সমর্থকরা ২৫ শতাংশ ছাড়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। তাই ‘আগে আসো, আগে সংগ্রহ করো’ ভিত্তিতে টিকিট কালেক্ট করতে পারবেন। কোথায় কোথায় আউটলেট খোলা হবে, সেই সম্পর্কে বিস্তারিত ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। অনলাইনেও বেশ কিছু টিকিট ছাড়া হচ্ছে। insider.in থেকেও টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।

সবমিলিয়ে ভাইজানের শহরে আগমনের প্রহর গোনা শুরু হয়ে গেল সোমবার থেকেই।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Salman khan kaamal khan pravu deva show in east bengal 13th may