দুর্ধর্ষ স্পেলে ভারতের টপওর্ডার গুঁড়িয়ে দিয়েছেন স্য়াম কুরান। বছর কুড়ির বাঁ-হাতি ব্রিটিশ পেসারকে নিয়েই এখন সোশ্যাল মিডিয়া সরগরম। ভারত-ইংল্যান্ড চলতি টেস্টের দ্বিতীয় সকালে ধ্বংসলীলা চালান কুরান। প্রথম ছ’ওভারে ২৩ রান খরচ করে তুলে নেন তিন উইকেট।
কুরানের প্রথম শিকার হন ক্রিজে সেট হয়ে যাওয়া মুরলী বিজয়। শিখর ধাওয়ানের সঙ্গে ৫০ রানের পার্টনারশিপও গড়ে তুলেছিলেন তিনি। ৪৫ বল খেলে ২০ রানে ফেরেন বিজয়। কুরানের ভিতরে ঢুকে আসা ডেলিভারিতে এলবিডব্লিউ হন তিনি। এরপর লোকেশ রাহুলের উইকেটও তুলে নেন কুরান। চার রান করে বোল্ড হয়ে যান তিনি। এরপর কুরানের ঝুলিতে আসে শিখর ধাওয়ানের উইকেট। দ্বিতীয় স্লিপে দাইদ মালানের হাতে ধরা পড়ে যান তিনি। দুর্দান্ত আউটসুইংয়ে দিশা পাননি ধাওয়ান। এই তিন উইকেটেই কুরান অনন্য নজির গড়লেন। সবচেয়ে কম বয়সি ইংরেজ বোলার হিসেবে দেশের মাটিতে তিন উইকেট নিলেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল জেমস অ্যান্ডারসনের।
আরও পড়ুন: বার্মিংহ্যামে ‘বিরুষ্কা মোমেন্ট’, বিরাটের সেঞ্চুরির পর কী করলেন অনুষ্কা!
জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে কুরান কাউন্টি ক্রিকেট নিজেকে প্রমাণ করেছেন। সারেতে তিনি বড় ভাই টম কুরানের সঙ্গে খেলেন। স্যাম কুরানের প্রথম শ্রেণির ক্রিকেটে তিন বছরের অভিজ্ঞতা। এর মধ্যেই ৪২ ম্যাচে ১১৯টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও ছাপ ফেলেছেন। করেছেন ১৪৪৭ রান।
গত বছর জুনে ইংল্যান্ডের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেন কুরান। দু’টি উইকেট পান তিনি। ইংল্যান্ড ম্যাচটি জিতে যায়। শুধু টেস্টই নয়, ওয়ান ডে ক্রিকেটেও কুরান চলে এসেছেন । ঘটনাচক্রে টম কুরান চোটের জন্য ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। স্য়াম এসেছেন তাঁর পরিবর্তে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড পরবর্তী ইংল্যান্ডে কুরানই হতে চলেছেন ভবিষ্য়ত।