Sam Konstas vs Virat Kohli during boxing day test: বর্ডার-গাভাসকার ট্রফির ৪র্থ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাস কাঁধে পিচের মধ্যে বিরাট কোহলির ধাক্কা তৈরি করল বিতর্ক। যা দেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা ধারাভাষ্যকার রিকি পন্টিং অভিযোগ করেছেন, ইচ্ছাকৃতভাবে কনস্টাস ধাক্কা মেরেছেন কোহলি।
অন এয়ার পন্টিং বলেন, 'বিরাট ওঁর ডানদিকে পিচ দিয়ে হেঁটে গিয়েছেন। তার ফলেই ধাক্কা লেগেছে। আমার মনে কোনও সন্দেহ নেই যে, এটা ইচ্ছাকৃত ঘটানো হয়েছে।' ১৯ বছর বয়সি কনস্টাসের এটাই ছিল অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে। সেখানে দুর্দান্ত খেলেছেন এই খেলোয়াড়। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হওয়ার আগে ৬৫ বলে ৬০ রান করেছেন। মেরেছেন ৬টি চার এবং ২টি ছয়।
বুমরা থেকে সিরাজ, কারও বলই তাঁর ধারালো ব্যাটিংয়ের আক্রমণ থেকে রেহাই পায়নি। তারই মধ্যে ১০ম ওভারের শেষে, কনস্টাস পিচের মাঝখান দিয়ে হাঁটছিলেন। ফরোয়ার্ড শর্ট লেগ ফিল্ডার যেখানে থাকবেন সেখান থেকে বল তুলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তারপর তিনি তাঁর ডানদিকে সরে যান এবং কনস্টাসের দিকে হাঁটা শুরু করেন। কয়েক পা হাঁটার পরই কনস্টাসের কাঁধের সঙ্গে বিরাটের কাঁধ ধাক্কা লাগে।
"Have a look where Virat walks. Virat's walked one whole pitch over to his right and instigated that confrontation. No doubt in my mind whatsoever."
— 7Cricket (@7Cricket) December 26, 2024
- Ricky Ponting #AUSvIND pic.twitter.com/zm4rjG4X9A
ভিডিওতে দেখা গিয়েছে, কনস্টাস কোহলির দিকে ফিরে দাঁড়ান। তাঁকে কিছু বলেন। কোহলিও পালটা কিছু বলতে থাকেন। সেই সময় উসমান খাজা ছুটে এসে কনস্টাসকে সরিয়ে নিয়ে যান। এসব দেখেই পন্টিং বলেন, 'আমি বারবার এই ধাক্কার রিপ্লে দেখছি। বিরাট কোথায় হাঁটছিলেন, দেখুন। বিরাট কনস্টাসের ডানদিকে পিচ ধরে হেঁটেছেন। তার ফলেই ধাক্কাটা লেগেছে। এটা যে ইচ্ছাকৃত, এনিয়ে আমার মনে কোনও সন্দেহ নেই।'
সেই সময় উসমান খোয়াজা দ্রুত পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে আসেন। কোহলি আর কনস্টাসের মধ্যে দাঁড়ান। আম্পায়ার মাইকেল গফও উত্তেজনা কমাতে দুই খেলোয়াড়কে সরিয়ে দেওয়ার চেষ্টা চালান।
বিরতির সময় কনস্টাস বলেন, 'এই উইকেটে এর চেয়ে বেশি ভালো খেলা সম্ভব না। আমি স্বাধীনভাবে খেলার চেষ্টা করেছি। আশাকরি, আরও ভালো খেলতে পারব। যে বলটাতে আউট হলাম, সেটা একটু নীচু হয়ে আসছিল। আমি টার্গেট করেছিলাম। কিন্তু, শেষ পর্যন্ত ওটাতেই আউট হলাম। মাঠের ব্যাপার (বিরাট কোহলির সঙ্গে ধাক্কা প্রসঙ্গে) মাঠেই থাকে। ভরা স্টেডিয়ামে অভিষেক ম্যাচে এভাবে খেলে আমি খুশি।'