Samoa batter Darius Visser breaks Yuvraj Singh's T20I record: যুবরাজ সিং ও ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন সামোয়ার দারিয়াস ভিসার। টি-টোয়েন্টিতে এক ওভারে তিনি ৩৯ রান তুলেছেন। ভাঙলেন পুরুষদের টি-টোয়েন্টি বিশ্ব রেকর্ড। ভানুয়াতুর বিপক্ষে ম্যাচে তিনি ওই রান করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার অপিয়াতে ভিসার এই ইতিহাস গড়লেন। ইনিংসের ১৫তম ওভারে তিনি ওই রান করেন। এর ফলে, ২৮ বছর বয়সি ব্যাটার পুরুষদের টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বাধিক রান করার রেকর্ডের অধিকারী হলেন।
ভিসারের অসাধারণ পারফরম্যান্সের মধ্যে রয়েছে নলিন নিপিকোকে মারা ছয়টি ছক্কা, যা তাঁকে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এই কীর্তি অর্জনকারী চতুর্থ ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা দিল। এই ওভারেই তিনি এক ওভারে ৩৬-এর বেশি রান তুলে উদাহরণ তৈরি করলেন। ডিপ মিডউইকেটে তিন ছক্কা দিয়ে ওভার শুরু করেন ভিসার।
প্রথমটি অফ স্টাম্পের বাইরে মিডউইকেটের ফেন্সিংয়ের ওপর দিয়ে ছক্কা হাঁকান। নিপিকো লেংথ বদলালেও লাভ হয়নি। তাঁর লাইনের সমস্যা ছিল। ভিসার আবার মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকান। সামোয়া ব্যাটার ছক্কায় হ্যাটট্রিক করার পর নিপিকো স্টাম্প লক্ষ্য করে বল করেন। কিন্তু, লাভ হয়নি। ভিসারের ছক্কা থেকে তিনি বাঁচতে পারেননি।
এর পরের ডেলিভারিতে নিপিকো প্রায় ফুলটস বল করেন। কিন্তু, ওভারস্টেপ করায় ভিসার রান পেয়ে যান। ওভারের চতুর্থ ছক্কাটি আসে ডিপ-স্কয়ার লেগ দিয়ে। পঞ্চম বল এবং তার পরের বলটি নিপিকো নো-বল করেন। অতিরিক্ত ডেলিভারির বাকি দুটি বলেও ভিসার ছক্কা হাঁকান। তিনটি নো-বল করায় তিনি ওই ওভার থেকে ৩৯ রান পান। এই অসামান্য স্ট্রোকপ্লে ভিসারকে যুবরাজ সিং, কাইরন পোলার্ড এবং দীপেন্দ্র সিং আইরির মতো উল্লেখযোগ্য ব্যাটারদের পাশে জায়গা দিল। ওই তিন জন পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন। চতুর্থজন হিসেব তালিকায় জায়গা পেলেন ভিসার।
ভিসারের অবিশ্বাস্য এই ইনিংসের দৌলতে ৬২ বলে ১৩২ রানের স্কোর তৈরি হয়। যার মধ্যে ছিল ১৪টি ছক্কা। এই স্কোর পুরুষদের টি-টোয়েন্টি ইনিংসে পঞ্চম-সর্বোচ্চ। তিনিই প্রথম সামোয়া ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে সেঞ্চুরি করলেন। ম্যাচে তাঁর দলের মোট রানের ৭৫.৮৬% রান করেছেন তিনিই। যা অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের করা বিশ্বরেকর্ডকে ভেঙে দিয়েছে।
আরও পড়ুন- কলকাতা লিগের ম্যাচ হঠাৎ বন্ধ, এদিকে, প্রশাসনের কাছে বেনজির আর্জি ইস্ট-মোহন-মহামেডান
সামোয়া এই ম্যাচে মোট ১৭৪ রান করেছে। সেখানে ভিসারের স্কোরের পরেই দলের সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক কালেব জাসমত। তিনি করেছেন ১৬ রান। ভিসার একটি উইকেটও নেন। যা, সামোয়ার জয় নিশ্চিত করে। তারা ভানুয়াতুকে ৯ উইকেটে ১৬৪ রানে আটকে দিয়ে, ১০ রানে জয় তুলে নেয়।