Sandeep Lamichhane to miss t20 World Cup 2024: ভিসা দিতে অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর, তার জন্য এবার প্রাক্তন আইপিএল তারকা আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন না। ২৩ বছর বয়সি ওই লেগ-স্পিনার সন্দীপ লামিছানে নেপালের হাই প্রোফাইল ক্রিকেটার। তিনি বুধবার জানান যে, মার্কিন দূতাবাস আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য তাঁকে ভিসা দিতে নারাজ।
লামিছানে আইপিএলে খেলা নেপালের একমাত্র ক্রিকেটার। ২০২২ সালের সেপ্টেম্বরে একটি ১৮ বছর বয়সি মেয়েকে ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেলেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে লামিছানে সাসপেন্ড ছিলেন। ঠিক এক সপ্তাহ আগে, আদালত ধর্ষণের অভিযোগে তাঁকে মুক্ত ঘোষণা করলে, আইসিসি জানায়, লামিছানে টি-২০ বিশ্বকাপে নেপাল দলের হয়ে খেলতে পারবেন।
তারপরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের আশা করতে শুরু করেছিলেন। সেই সময়ই মার্কিন প্রশাসন জানাল যে তাঁকে ভিসা দেওয়া হবে না। যার অর্থ, তিনি টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে খেলতে পারবেন না। কারণ, এবারে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের যৌথ আয়োজক আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এর আগে লামিছানে ২০১৯ সালে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলতে চেয়েছিলেন। সেই সময়ও কোনও একটা কারণে মার্কিন দূতাবাস তাঁকে ভিসা দিতে রাজি হয়নি।
এবার নেপালের দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ। সেখানে গ্রুপ ডিতে নেপালের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি চতুর বাহাদুর চাঁদ সম্প্রতি জানিয়েছিলেন, তাঁরা লামিছানেকে টি-২০ বিশ্বকাপ দলে চাইছেন। কিন্তু, মার্কিন প্রশাসন ভিসা না দেওয়ায় লামিছানের বদলে বিশ্বকাপে নেপালের দলকে নেতৃত্ব দেবেন ব্যাটিং অলরাউন্ডার রোহিত পাউডেল।
লামিছানে ৫১টি ওয়ানডেতে, ১১২ উইকেট নিয়েছেন। টি-২০ ফরম্যাটে ১০০ উইকেট পেতে চলেছেন। এখনও পর্যন্ত ৫২ টি-২০তে খেলে, তাঁর দখলে আছে ৯৮টি উইকেট। আইপিএলে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসে। বুধবার মার্কিন প্রশাসন তাঁকে ভিসা দিতে অস্বীকার করায় লামিছানে পোস্ট করেছেন, '২০১৯ সালে নেপালের মার্কিন দূতাবাস আমার সঙ্গে যা করেছিল, এবারও তা-ই করেছে। আমাকে ভিসা দিতে অস্বীকার করেছে। বিশ্বকাপে খেলতে পারব না। এজন্য, নেপাল ক্রিকেটের শুভাকাঙ্খীদের কাছে আমি ক্ষমপ্রার্থী।'