কাঁদতে কাঁদতে টেনিসকে বিদায়! নিজের শহরেই চিরতরে অস্তাচলে সানিয়া মির্জা

টেনিস রাকেট হাতে আর দেখা যাবে না

কাঁদতে কাঁদতে টেনিসকে বিদায়! নিজের শহরেই চিরতরে অস্তাচলে সানিয়া মির্জা

চোখে জল নিয়ে টেনিস কেরিয়ারকে বিদায় জানালেন সানিয়া মির্জা। যেখান থেকে কেরিয়ার শুরু। দু-দশক আগে ডব্লিউটিএ সিঙ্গলসে খেতাব জিতে নিজের আবির্ভাব ঘোষণা করেছিলেন, সেখানেই এবার কেরিয়ারে ইতি টানলেন বিশ্ব টেনিসের গ্ল্যামার গার্ল। হায়দরাবাদে বিদায়ী প্রদর্শনী ম্যাচে সানিয়ার সঙ্গে লাল বাহাদুর টেনিস স্টেডিয়ামে দেখা গিয়েছে রোহন বোপান্না, যুবরাজ সিং, সানিয়ার প্রিয় বন্ধু বেথানি মাটেক স্যান্ড-কে।

সানিয়ার শেষ ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন একের পর এক নক্ষত্র- কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, জাতীয় দলের ক্যাপ্টেন মহম্মদ আজহারউদ্দিন, চিত্রতারকা দুলকির সালমানরা।

লাল গাড়িতে হায়দরাবাদের স্টেডিয়ামে হাজির হয়েছিলেন গ্ল্যাম গার্ল। তারকা খচিত গ্যালারির স্টান্ডিং ওভেশনের মাধ্যমে স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রদর্শনী ম্যাচে হাফডজন গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা দুটো মিক্সড ডাবলস ম্যাচ খেললেন। দুটো ম্যাচেই জিতলেন।

ম্যাচের আগেই দর্শকদের ধন্যবাদ জানিয়ে সানিয়া বলে দেন, “আপনাদের সকলের সামনে শেষ ম্যাচ খেলতে উত্তেজনা অনুভব করছি।” বিদায়ী ম্যাচের শেষে কাঁদতে কাঁদতে বলে দিলেন, “কুড়ি বছর ধরে দেশকে প্রতিনিধিত্ব করা সবথেকে সম্মানের। যে কোনও ক্রীড়াবিদেরই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। এটা করতে পেরে ভালো লাগছে।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Sania mirza bids adieu tennis in her hometown hyderabad

Next Story
বিসিবি-জেলা ক্রীড়া সংস্থার বলি শহীদ চান্দু, বাংলাদেশ ক্রিকেটের অপূরণীয় ক্ষতি
Exit mobile version