Advertisment

Sania Mirza: আম্বানি বউমাদের থেকেও ধনী সানিয়া মির্জা, সম্পত্তির পরিমাণ চোখ টাটিয়ে দেবে

Sania Mirza career: সানিয়া মির্জার সম্পত্তি সামনে চলে এল, জানলে মাথা ঘুরে যাবে

author-image
IE Bangla Sports Desk
New Update
Sania Mirza, Ambani, সানিয়া মির্জা, আম্বানি

Sania Mirza-Ambani: বামদিকে সন্তান-সহ সানিয়া মির্জা। ডানদিকে আম্বানি পরিবারের দুই বধূ- শ্লোকা মেহতা ও রাধিকা মার্চেন্ট। (ছবি- টুইটার)

Australian media response: মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। আম্বানি পরিবার বর্তমানে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবের জন্য সংবাদ শিরোনামে। বিভিন্ন মহলে জল্পনা, মুকেশ ও নীতা আম্বানির দুই পুত্রবধূ শ্লোকা মেহতা ও রাধিকা মার্চেন্টও বোধহয় তাঁদের শ্বশুর ও শাশুড়ির মতই বিশ্বের অন্যতম ধনী কেউ। কিন্তু বাস্তবে এদেশেই এমন একজন আছেন, যিনি মুকেশ আম্বানির দুই বধূর চেয়েও অনেক বেশি ধনী। তিনি হলেন সানিয়া মির্জা।

Advertisment

ভারতের প্রাক্তন পেশাদার টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা বর্তমানে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য খবরের শিরোনামে। তাঁদের এক ছেলেও আছে, ইজহান। আর, এই সানিয় মির্জারই সম্পত্তির পরিমাণ শ্লোকা ও রাধিকার চেয়ে অনেক বেশি। সানিয়া মির্জার মোট সম্পদ আনুমানিক $২৬ মিলিয়ন (প্রায় ২১৬ কোটি টাকা)। প্রাক্তন ভারতীয় টেনিস খেলোয়াড় ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্য ২৫ কোটি টাকা করে নেন। নিজের টেনিস একাডেমিও চালান।

আর, আম্বানি বধূদের মোট সম্পদের হিসেব করলে বলা যায়, আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা মেহতার আনুমানিক সম্পদের পরিমাণ $১৮ মিলিয়ন বা ১২০ কোটি টাকা। অন্যদিকে, অনন্ত আম্বানির বাগদত্তা রাধিকা মার্চেন্টের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ১০ কোটি টাকা। সানিয়া মির্জাও বেশ বিলাসবহুল জীবনযাপন করেন। যা তাঁর ব্যবহারিক জীবনে প্রতিফলিত হয়। হায়দরাবাদে তাঁর বিলাসবহুল বাড়িটির মূল্য প্রায় ১৩ কোটি টাকা। সেখানে সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। এমনভাবেই বাড়ির ভিতরটা সাজানো।

আরও পড়ুন- বাংলাদেশের দাবিতেই মান্যতা, ভারতের প্রতি পক্ষপাতদুষ্ট আইসিসি! বলে দিল এবার অস্ট্রেলিয়ান মিডিয়াও

পাশাপাশি, সানিয়া মির্জার বিলাসবহুল গাড়ির সংখ্যাও নেহাত কম নয়। ভারতের প্রাক্তন টেনিস তারকার একটি বিএমডব্লিউ ৭ (BMW 7) সিরিজের গাড়ি আছে। যার মূল্য ১.৭০ কোটি টাকা। এছাড়াও, তার কাছে একটি রেঞ্জ রোভার ইভোক আছে। যার মূল্য ৭২.০৯ লক্ষ টাকা এবং একটি জাগুয়ার এক্সই (Jaguar XE) আছে। যার মূল্য ৪৬.৬৪ লক্ষ টাকা। প্রাক্তন টেনিস তারকা সানিয়া একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি সম্প্রতি হজ যাত্রাও করেছেন। হজ যাত্রায় সানিয়া গিয়েছিলেন তাঁর পরিবারের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাবা ইমরান মির্জা, বোন আনাম মির্জা। এছাড়াও ছিলেন বোনের স্বামী আসাদউদ্দিন ও পরিবারের অন্যরা।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসাদউদ্দিন শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'হজযাত্রার জন্য আলহামদুলিল্লাহর কাছে কৃতজ্ঞ।' ছবিতে সানিয়া ও আনামকে হিজাব পরা অবস্থায় দেখা যাচ্ছে।

tennis Mukesh Ambani Sania Mirza nita ambani
Advertisment