Advertisment

ভারত পাক ম্যাচের আগে সোশাল মিডিয়া কেন ত্যাগ করেছিলেন সানিয়া মির্জা?

২০১০ সালে পাকিস্তানের খেলোয়ার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মনে রাখবেন - এটি শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ : সনিয়া মির্জা

ভারত পাক মুখোমুখি হলে শিরোনামে সানিয়া মির্জা থাকবেন না, তা আবার হয় নাকি? এবারেও তার অন্যথা হল না। সদ্য সোশাল মিডিয়া ত্যাগ করেছেন তিনি। কিন্তু কেন? কেউ কেউ ভাবছেন, কী বা করবেন! মনে দেশভক্তি, এদিকে জীবনসঙ্গী পাকিস্তানি। দেশের শত্রুপক্ষ। আবার কেউ চিন্তিত তাঁর শরীর স্বাস্থ্য নিয়ে।

Advertisment

আপাতত ৩১ বছরের এই ভারতীয় টেনিস স্টার সন্তানসম্ভাবা। ২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তারপর থেকেই খেলার দুনিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে তাঁদের সম্পর্ক। যখন টুর্নামেন্ট চলাকালীন ভারত পাকিস্তান একে অপরের প্রতিপক্ষ হয়, তখন তো আর কথাই নেই। সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার রীতিমত ঝড় ওঠে।

তাই এবারে সেসব থেকে রক্ষা পাওয়ার জন্য, ম্যাচের আগেই সোশাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন তিনি। এবং তাঁর ফ্যানেদের জানাতে চেয়েছেন, দিনের শেষে এটি কিন্তু একটি খেলা। সে যে দেশের সঙ্গেই হয়ে থাকুক না কেন। কিন্তু বেয়াদপ ফ্যান কি আর সে কথায় মজে! খেলার সময় দেশভক্তির পারদ এমনিতেই চড়ে থাকে।

সানিয়া মির্জা টুইটারে জানান, “এই ম্যাচের ২৪ ঘণ্টাও বাকি নেই। কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সাইন আউট করলাম, কেউ কেউ বলবেন খেলার জন্য আমি হয়ত অসুস্থ হয়ে গেছি। কিন্তু তা নয়, একজন গর্ভবতীকে একা থাকতে দিন! মনে রাখবেন - এটি শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ!”

গতমাসে পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন সোশাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানকে শুভেচ্ছা জানালে সমালোচনা শুরু হয়। কটাক্ষ করে বলা হয়, আপনার স্বাধীনতা দিবস তো কালকে, আজকে কেন শুভেচ্ছা জানালেন? তবে এর জবাবে সানিয়া বলেন, “আজ আমার স্বামীর দেশের স্বাধীনতা দিবস, কাল আমার দেশের। আশা করছি আপনার কাছে পরিষ্কার সবটা।" এতেই থেমে ছিলেন না তিনি, ফের জিজ্ঞাসা করেন, "আপনার স্বাধীনতা দিবস কবে? আমার মনে হয় আপনি সেটা গুলিয়ে ফেলেছেন।"

pakistan India Asia Cup
Advertisment